জলে তেলে কখনও মিশ খায় না। এই কথা সকলেরই জানা। তাই কোথাও তেল পড়ে গেলে, বা তেল লেগে গেলে তা কেবল জল দিয়ে পরিষ্কার হয় না।
বিশেষ করে সেই তেল যদি রান্নাঘরের জেদি তেলকালি হয় তাহলে তো কথাই নেই। অনেক দিন ধরে জমে থাকা তেল কিছুতেই সহজে উঠতে চায় না।
আর রান্নাঘরে রাখা তেলের শিশি হলে তো কথাই নেই। সেই তেল তুলে, বোতল বা শিশি পরিষ্কার করা কোনও যুদ্ধ জয়ের চেয়ে কম কিছু নয়।
কেবল জল ধুয়ে তো সেই তেল পরিষ্কার করা কখনই সম্ভব হয় না। বহুদিন তেল থাকতে থাকতে চিটচিটে ভাব চলে আসে গোটা শিশিতে।
শিশির ভিতরে তো বটেই এমনকি তেলের শিশির বাইরেও, একটা চটচটে ভাব চলে আসে। আবার তেল জমে জমে বোতল ধরতে গিয়ে হাত স্লিপ করে অনেক সময়।
তবে একটি উপায়ে কিন্তু নিমেষেই পরিষ্কার হবে তেলের শিশি। তেলের বোতলে এক চা চামচ চাল, এক চা চামচ বেকিং সোডা, একটি টিস্যু এবং ৪-৫ ফোঁটা ডিশ ক্লিনার দিয়ে দিন।
এবার তার মধ্যে খানিকটা গরম জল দিয়ে ভাল করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গুলিয়ে নিন। বোতলের মুখ বন্ধ করে ভাল করে আবার ঝাঁকান বোতলটিকে।
দেখবেন এই মিশ্রণের গুণেই, নিমেষে চকচকে হয়ে উঠবে তেলের বোতল। কাচের বোতল হোক বা প্লাস্টিকের তেলের বোতল, একদম নতুনের মতো দেখাবে।