22 July 2024
৩ উপায়ে নিমেষে দূর করুন প্লাস্টিকের কৌটোর তেলচিটে ভাব
credit: google
TV9 Bangla
রান্নাঘরের জিনিস মানেই যেন তেলচিটে ডাক। আর সেই তেল তোলা মানে সে আরেক ঝক্কি। কিছুতেই যেন উঠতেই চায় না।
রান্নাঘরে প্লাস্টিকের মশলা কৌটো থাকলে তো কথাই নেই। সেই তেল দূর করা তো আরও শক্ত। তবে কয়েকটি সহজ উপায় মানলে নিমেষে হতে পারে সমস্যার সমাধান।
কাঁটা দিয়ে কাঁটা তোলা। তেল তুলতে প্রয়োজন আরেক তেল। তেল চিটে কৌটোর গায়ে মাখিয়ে নিন নারকেল তেল। খানিক ক্ষণ রেখে দিন।
ঈষদুষ্ণ জলে কয়েক ফোঁটা তরল সাবান মিশিয়ে রাখুন। তার পর শুকনো কাপড় কিংবা স্পঞ্জ দিয়ে ঘষে ধুয়ে নিলেই হল।
ত্বক কিংবা চুলের পরিচর্যায় জন্য ভাতের ফ্যান বেশ উপকারি। তবে আপনি কি জানেন রান্নাঘরের তেলচিটে প্লাস্টিকের কৌটো পরিষ্কার করতে ফ্যান অনবদ্য।
বড় একটি পাত্রে ভাতের ফ্যান নিয়ে তার মধ্যে কৌটোগুলি বেশ কিছু সময় ডুবিয়ে রাখুন। তার পর ঘষে পরিষ্কার করে নিলেই ঝকঝক করবে কৌটো।
কার্পেটের দাগ থেকে তেলচিটে ভাব পরিষ্কার করা দাঁত মাজার মাজনের জুরি মেলা ভার।
প্রথমে শুকনো কৌটোর গায়ে মাজন মাখিয়ে রেখে দিন। তারপর শুকনো সুতির কাপড় দিয়ে ঘষে মুছে নিলেই নিমেষে চকচক করবে কৌটো।
আরও পড়ুন