26 July 2024

বাথরুমকে চকচকে করে তুলুন এভাবে

credit: istock

TV9 Bangla

বাথরুম হল জীবাণুর আঁতুড়ঘর। পরিষ্কার না রাখলে আপনাকেই বিপদে পড়তে হবে। কিন্তু নোংরা বাথরুম পরিষ্কার করাই ঝক্কির কাজ।

ফিনাইল দিয়ে বাথরুম পরিষ্কার করেন বেশিরভাগ মানুষ। কিন্তু টাইলস বা মেঝের কোণে জমে থাকা ময়লা পরিষ্কার করতে ভুলে যান।

শুধু টয়লেট সিট পরিষ্কার করলে চলবে না। গোটা বাথরুমকেই আপনাকে চকচকে রাখতে হবে। আর এই কাজটা করুন ঘরোয়া উপায়েই।

এক চামচ বেকিং সোডার সঙ্গে ২ চামচ ডিটারজেন্ট পাউডার মিশিয়ে নিন। এবার এর সঙ্গে মেশান পরিমাণ মতো বাথরুম ক্লিনার।

এই মিশ্রণটি দিয়ে বাথরুমের মেঝে ও দেওয়াল ঘষে নিতে পারেন। এতে টাইলস একদম চকচক করবে। জীবাণুও দূর পালাবে।

বেকিং সোডার মিশ্রণটি দিয়ে টয়লেট সিটও পরিষ্কার করতে পারেন। বাথরুমের সমস্ত জেদি দাগ পরিষ্কার হয়ে যাবে। বাথরুম নতুনের মতো দেখাবে।

বাথরুম ক্লিনারের মধ্যে থাকা অ্যাসিড জলের কল, মেঝে ও দেওয়ালের জেদি দাগ পরিষ্কার করে দেয়। বেকিং সোডাও একই কাজ করে।

তবে, বাথরুম পরিষ্কার করুন গ্লভস পরে। এতে হাতের ক্ষতি হবে না। আর মিশ্রণটি সপ্তাহে একদিন ব্যবহার করলেই বাথরুম চকচকে করবে।