24 February 2024

বাথরুম হবে নতুনের মতো ঝকঝকে

credit: Pinterest

TV9 Bangla

বাথরুম অপরিষ্কার রাখা একেবারেই উচিত নয়। এর থেকে নানা রোগের আশঙ্কা বাড়ে। এ বার জেনে নিন ঘরোয়া উপায়ে বাথরুমকে ঝকঝকে করবেন কীভাবে।

মার্বেল মেঝের দাগ দূর করতে এবং জীবাণুমুক্ত করতে,  হালকা গরম জল এবং লবণ ব্যবহার করা যেতে পারে। এজন্য আধা বালতি জলে  দুই-তিন চা চামচ লবণ ও সমপরিমাণ লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে নিতে হবে।

তারপর এই মিশ্রণ দিয়ে মেঝে পরিষ্কার করতে হবে। এতে মার্বেল মেঝে সম্পূর্ণ পরিষ্কার হবে এবং ম্যাজিকের মতো উধাও হবে জীবাণু।

বেকিং সোডা এবং লেবুও মার্বেল মেঝে পরিষ্কার করতে ব্যবহার করা যেতে পারে। এর জন্য আধ বালতি জলে তিন-চার চামচ বেকিং সোডা এবং দুই-তিনটি লেবুর রস মিশিয়ে নিতে হবে।

এ বার এই দ্রবণে এক চামচ লিকুইড ডিশওয়াশ মিশিয়ে নিয়ে এই দ্রবণ দিয়ে মার্বেল মেঝে মুছতে হবে। এতে কয়েক মিনিটের মধ্যেই মেঝে উজ্জ্বল হয়ে উঠবে।

ঘরের মার্বেল মেঝে পরিষ্কার করতেও লেবুও ব্যবহার করা যেতে পারে। এজন্য এক বালতি জলে চার থেকে পাঁচটি লেবুর রস ছেঁকে নিয়ে তারপর এই মিশ্রণ দিয়ে মার্বেল মেঝে পরিষ্কার করতে হবে।

এইভাবে, মার্বেলের ময়লা এবং দাগ সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে এবং মেঝে নতুনের মতো ঝকঝক করতে বাধ্য।

মার্বেল মেঝে উজ্জ্বল করতে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা যেতে পারে। এর জন্য একটি  বালতিতে জল নিয়ে তাতে এক চামচ হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে নিতে হবে।