20 July 2024

গান শোনেন কিন্তু ইয়ারবাড পরিষ্কার করেন কি?

credit: istock

TV9 Bangla

আধুনিক প্রযুক্তির সঙ্গে রোজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইয়ারবাড। রোজ ব্যবহার করলেও তার যত্ন নেন কী?

ইয়ারবাডের যত্ন না নিলে এটাও কিন্তু যে কোনও সময় খারাপ হয়ে যেতে পারে। ইয়ারবাডও কিন্তু নিয়মিত পরিষ্কার করতে হয়।

রোজ ব্যবহার করলেও খুব কম মানুষ ইয়ারবাড পরিষ্কার করে। পাশাপাশি ইয়ারবাড পরিষ্কারের সঠিক উপায় অনেকেরই অজানা।

ইয়ারবাড পরিষ্কারের সময় একটু সাবধান থাকা দরকার। একটু ভুল হলেই কিন্তু আপনার ইয়ারবাডের বারোটা বেজে যেতে পারে।

তুলোর বাড দিয়ে ইয়ারবাড পরিষ্কার করতে পারেন। তবে, একটু সাবধানতার সঙ্গে তুলোর বাড দিয়ে ইয়ারবাড পরিষ্কার করুন।

তুলোর বাড দিয়ে ইয়ারবাড পরিষ্কারের সময় খুব বেশি চাপ দেবেন না। আলতো হাতে তুলোর বাড দিয়ে ইয়ারবাড পরিষ্কার করে নিন।

তুলোর বাডের বদলে আপনি সুতির নরম কাপড়ও ব্যবহার করতে পারেন। স্পিরিট বা অ্যালকোহলে ভিজিয়ে ইয়ারবাড পরিষ্কার করে নিন।

তুলোর বাড বা সুতির কাপড় ছাড়া অ্যালকোহল ওয়াইপ ব্যবহার করতে পারেন। অ্যালকোহল ওয়াইপ ইয়ারবাডকে জীবাণুমুক্তও রাখে।