10 July 2024

বাড়ির তৈরি অ্যালোভেরা জেলেও ত্বক জ্বলছে, কেন?

credit: istock

TV9 Bangla

বাজারে বিভিন্ন সংস্থার অ্যালোভেরা জেল পাওয়া যায়। আর সবগুলোতেই রাসায়নিক মেশানো থাকে 'সেলফ লাইফ' বাড়ানোর জন্য। 

বাজারচলতি অ্যালোভেরা জেলের রং সবুজ হয়। অথচ, তাজা অ্যালোভেরা জেলের কোনও রং থাকে না। কিন্তু সেটা মুখে মাখাও ক্ষতিকারক।

অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে সরাসরি মুখে মাখলেও ত্বক জ্বলতে থাকে। অনেক সময় র‍্যাশও বের হয়। কেন হয় এমন?

অ্যালোভেরার পাতা থাকা এক ধরনের রাসায়নিক উপাদান রয়েছে, যা অ্যান্থ্রাকুইনান। এটা হলুদের রঙের এক ধরনের আঠা।

অ্যালোভেরার পাতা কাটলেই ওই হলুদের রঙের পদার্থ বের হতে থাকে। এই অ্যান্থ্রাকুইনান ত্বকের সংস্পর্শে এসে জ্বালাভাব সৃষ্টি করে।

অ্যালোভেরার পাতা কাটার পর সেটা প্রায় আধ ঘণ্টা জলে ডুবিয়ে রাখুন। দেখবেন, জলের রং হলুদ গিয়েছে। বুঝবেন অ্যান্থ্রাকুইনান বেরিয়ে গিয়েছে।

এবার পাতাটা পুনরায় ভাল করে ধুয়ে নিন। তারপর ছুড়ি দিয়ে পাতার খোসা ছাড়িয়ে নিন। তারপর চামচের সাহায্যে জেল বের করে নিন।

এরপর এই তাজা অ্যালোভেরার জেল মিক্সিতে বেটে নিন। তৈরি হোমমেড অ্যালোভেরা জেল। এটি ত্বকে-চুলে মাখতে পারেন।