20  March, 2024

গরমে একটিও ব্রণ হবে না, মানলে এই উপায়

credit: Pinterest

TV9 Bangla

গরম পড়তেই মুখ ভরেছে ব্রণতে? চিন্তা নেই। ভরসা রাখতে পারেন ঘরোয়া উপায়ে। ফল মিলবে রাতারাতি।

সর্ষেতে প্রচুর পরিমাণে স্যালিসিলিক এসিড রয়েছে, যা খুব সহজেই ব্রণের জীবাণুকে ধ্বংস করে। সামান্য সরিষা গুঁড়োর সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান।

১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণ দূর হওয়ার পাশাপাশি ব্রণের দাগও দূর হবে। কয়েক সপ্তাহ ব্যবহার করেই দেখুন।

এছাড়া ব্যবহার করতে পারেন লেবুর রসও। ব্রণর উপর লেবুর রস দিন। এ বার পুরো মুখে ডিমের সাদা অংশ মাস্কের মতো করে লাগান।

২০ মিনিট অপেক্ষা করুন। জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ব্রণ দূর করার পাশাপাশি মুখের কালচে ভাবও দূর করবে।

 ঘুমানোর আগে তুলায় লেবুর রস লাগিয়ে ব্রণের ওপর দিয়ে রাখুন। এ ভাবে সারারাত রেখে দিন। দেখবেন, সকালে ব্রণ শুকিয়ে যাবে এবং নিজে নিজে মুখ থেকে খসে পড়বে।

বরফ দিয়েও ব্রণর চিকিৎসা শুরু করতে পারেন। প্রথমে ত্বককে ভালভাবে পরিষ্কার করুন। একটি বরফের টুকরো পরিষ্কার কাপড় দিয়ে মুড়িয়ে কয়েক মিনিট ব্রণের ওপর রাখুন।

বরফ সরাসরি ত্বকে লাগাবেন না। পাঁচ মিনিট বিরতি দিয়ে আবার ব্যবহার করুন। দেখবেন মিটবে ব্রণর সমস্যা।