29 OCT 2024

দীপাবলিতে বাড়ির বাইরের অংশ সাজাবেন কী করে?

credit: getty images

TV9 Bangla

এসে গিয়েছে আলোর উৎসব। টুনি বাল্ব থেকে দড়ি আলোর ছড়াছড় চারপাশে। রয়েছে বোতল আলো, ঝাড় লন্ঠনও। হরেক রকমের আলোর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বাড়ির ভিতরে কীভাবে সাজাবেন তা নিয়ে অনেকেরই নানা ভাবনা রয়েছে।

বাড়ির বাইরের অংশ কী ভাবে করে তুলবেন আলোকিত করে তুলবেন? সাধারণ লাইট তো অনেক হল, এইবারে আনুন নতুনত্বের ছোঁয়া। কীভাবে সাজিয়ে তুলবেন বাড়ির বর্হিবিভাগ? রইল টিপস।

বাড়ির বাইরে দরজার উপরে যদি কোনও মূর্তি থাকে, তাহলে সেই স্থানকে আলোকিত করতে ব্যবহার করতে পারেন স্পটলাইট। নির্দিষ্ট অল্প কোনও জায়গা আলকিত করতে ব্যবহার করতে পারেন এই আলো।

বাড়িতে ঢোকার অংশে যদি নুড়ি, পাথর ছড়িয়ে ছিটিয়ে থাকে, ফুটপাথ মতো করা থাকে তাহলে ব্যবহার করতে পারেন ইনগ্রাউন্ড আপলাইটস। বিশেষ এই আলো বাড়িতে ঢোকার পথকে আলোকিত করে তোলে।

যদি বাড়ির বাইরের অংশে সিঁড়ি বা করিডোর থাকে, তাহলে ব্যবহার করতে পারেন স্টেপ লাইটস। কাঠের সিঁড়ি হলয়ে 'ওয়ার্ম' আলোতে দারুণ লাগবে।

বাড়ির বাগানে কি সুইমিং পুল আছে? বা ফোয়ারা? তাহলে ভিতরে নীল বা হলুদ রঙের জল প্রতিরোধক আলো লাগিয়ে নিতে পারেন। এতে তা জলের সঙ্গে মিশে এক মায়াবি পরিবেশ সৃষ্টি করে।

বাড়ির সামনের দিকে বা পিছনের দিকে কি সাধের বাগান তৈরি করেছেন? দীপাবলির দিন সেই জায়গাটি অন্ধকারে থাকবে কেন? বাগান চারপাশে, প্রধান দরজা অবধি বসানোর জন্য নানা ধরনের বাতিস্তম্ভ পাওয়া যায় আজকাল। তা দিয়েই সাজিয়ে নিন বাগান।

বাড়ির বাইরে যদি অনেকটা জায়গা আলকিত হওয়ার প্রয়োজন হয়, তাহলে কিন্তু বেশি কেতার লাইট চলবে না। বদলয়ে রাখতে পারেন ফ্লাড লাইটে। এতেই জ্বলজ্বল করবে আপনার সাধের বাড়ি।