15 JUL 2025

দাম্পত্যে সুখ হারানোর কারণ লুকিয়ে রয়েছে বেডরুমেই

Credits: Getty Image, X

TV9 Bangla

দাম্পত্য জীবনে কলহ? ফেঁসে রয়েছেন নানা অশান্তিতে। কাল কিন্তু লুকিয়ে থাকতে পারে আপনারই বেডরুমে। 

বাস্তমতে কাঠ গুরুত্বপূর্ণ। তাই বেডরুমে খাটটি যেন অবশ্যই হয় কাঠের তৈরি। না হলে অশান্তি বাঁধা থেকে কেউ আটকাতে পারবে না। 

শাস্ত্রবিদরা বলছেন, সর্বদা চেষ্টা করবেন বেডরুমে যেন কোনও বৈদ্যুতিক গ্যাজেট না থাকে। তা থাকলেই মহাবিপদ। বাড়ে ভুল বোঝাবুঝি। উপায় রাত্রিকালে তা ঢেকে রাখা।

দাম্পত্য ভালবাসাকে মধুর ও বছর বছর টেনে নিয়ে যেতে বেডরুম থেকে অপ্রয়োজনীয় আসবাবপত্র সরিয়ে ফেলুন। বেডরুম ফাঁকা ফাঁকা  থাকা ভাল। 

পাখি-প্রজাপতি ভালবাসেন? মনে হয় বেডরুমে সেই ছবি লাগাই। কিন্তু একটা কথা মাথায় রাখবেন। কখনওই যেন একটা পাখি বা প্রজাপতি নয়। স্বামী-স্ত্রীর ভালবাসা গভীর রাখতে, থাকতে হবে জোড়া মডেল বা ছবি। 

বেডরুমে কোনও ধারাল অস্ত্র বা আগ্নেয়াস্ত্র রাখা ঠিক নয়। এই গুলি স্বামী-স্ত্রী অবচেতনে মনে হিংসা তৈরি করে।

বেডরুমে পরিষ্কার রাখুন। ধুলো-ময়লায় ভরা বেডরুম মোটেই ভাল নয়। সম্পর্কেও বিপদ আনে। 

আলাদা কম্বল বা মাঝখান থেকে জোড়া লাগানো খাটে শোবেন না। কারণ, অনেক সময়ই দেখা গিয়েছে, এই অভ্যাসের কারণে সম্পর্কে ফাটল বাড়ে।