20 August 2023
সূত্র: আইস্টক
ডিপ ফ্রিজে বরফের পাহাড়? সহজে পরিষ্কার করুন এভাবে
বাড়িতে ফ্রিজ না থাকলে যেমন এক মুহূর্তও চলে না তেমনই এই ফ্রিজ নিয়ে ঝক্কিরও শেষ নেই। যে কোনও ইলেকট্রনিক্স জিনিস মানেই তাই
ফ্রিজের সমস্যার মধ্যে অন্য একটি হল অতিরিক্ত বরফ জমে যাওয়া, ফ্রিজ থেকে জল পড়া এবং পেছনের ট্রে-তে জল জমা
এখানে জল জমতে দেওয়া একেবারেই ঠিক নয়। কারণ এই জলেই ডিম পাড়ে ডেঙ্গির মশা
অতিরিক্ত বরফ জমা ফ্রিজের জন্যেও ভাল নয়। বেশি বরফ ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার অন্যতম লক্ষণ
ফ্রিজে যদি থার্মোস্টেট সঠিক তাপমাত্রায় না থাকে তবে তা অতিরিক্ত বরফ জমার কারণ। অন্তত ১৫ দিনে একবার ফ্রিজের থার্মোস্টেটটি পরীক্ষা করুন
ফ্রিজ যদি ঠিক জায়গায় রাখা না হয় তাহলেও এই সমস্য়া হতে পারে। অনেকেই কিচেনে ফ্রিজ রাখেন। কিচেনে এক্সহস্ট সিস্টেম ঠিক না থাকলে ফ্রিজ নষ্ট হয়
ফ্রিজে ঠেসে জিনিস রাখবেন না। এতে সব খাবার ঠিকমতো ঠান্ডা হবে না। নষ্ট হবে অনেক বেশি
ফ্রিজের দরজা খোলা-বন্ধের উপর জোর দিন। বেশি জোরে ফ্রিজের দরজা খুলবেন না। তাহলে দরজা ঠিকমতো লাগবে না
ফ্রিজে বেশি বরফ জমলে ফ্রিজ কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখুন। এতে সব বরফ গলে যাবে ধীরে ধীরে
আরও পড়ুন