16 JAN 2025

ইউটিউবে কী সার্চ করছেন তা অন্যদের থেকে লুকোবেন কী করে?  

credit: Getty Images

TV9 Bangla

আজকাল বিনোদন জগতকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে ইউটিউব। এখন অনেকেই টিভির থেকে বেশি চোখ রাখেন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার পর্দায়।

কোনও শেখা-জানা হোক বা বিনোদন থেকে খবর, ইউটিউবের দৌলতে সবটাই এখন হাতের মুঠোয়। অত্যন্ত সহজ।

কিন্তু ইউটিউবে অনেক সময় এমন কিছু দেখি-শুনি বা সার্চ করি, যা অন্য কেউ দেখে ফেলুক তা আমরা চাই না। দেখলে বিড়ম্বনার শেষ থাকে না।

তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া কিন্তু খুব সোজা। ইউটিউবে আপনি কি সার্চ করছেন, তা অতি সহজে আপনি গোপন রাখতে পারেন। কী ভাবে জানেন?

ইউটিউবের ক্ষেত্রে আপনি দু'রকম ভাবে ব্যবহার করতে পারেন, অ্যাপ বা ওয়েব। এই  দুই ক্ষেত্রেই সার্চ করার পরে তা রিমুভ করার অপশন রয়েছে।

যা আপনি সার্চ করেছেন তা যদি অন্য কাউকে দেখাতে না চান তা হলে সার্চ হিস্ট্রি ডিলিট করে দিতে হবে।

একটি কথা মাথায় রাখবেন, এখন এআই-এর যুগ, তাই সার্চ হিস্ট্রি ডিলিট করে দিলেও একবার যা সার্চ করেছেন সেই সংক্রান্ত ভিডিও ফিডে আসতেই থাকবে।

সেগুলি গোপন রাখতে হলে সেটিংসে গিয়ে প্রাইভেসিতে যান। প্রাইভেসিতে গিয়ে প্লে লিস্ট এবং সাবস্ক্রিপশনে যান। এবার প্রাইভেট করে রেখে দিলেই হল। সমস্যার সমাধান।