23 March 2023

দোলের রঙের হাত থেকে ত্বককে বাঁচান

credit: istock

TV9 Bangla

দোলের রাসায়নিক রং মারাত্মক ক্ষতি করে ত্বকের। ত্বকের জেল্লা কেড়ে নেওয়ার পাশাপাশি র‍্যাশ, চুলকানির সমস্যা বাড়িয়ে তোলে।

দোলে রং খেলার আগে ত্বকের যত্ন নিয়ে নিন। আগে থেকেই সেরে ফেলুন হাইড্রেটিং ফেসিয়াল। এতে ত্বকের ক্ষয় এড়াতে পারবেন সহজেই।

প্রথমে, যে কোনও ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। মুখ ধোয়ার সময় আঙুলের সাহায্যে ত্বকে ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়বে।

ক্লিনজিং পদ্ধতি রোমকূপে জমে থাকা ময়লা ও জীবাণু পরিষ্কার করে দেবে। এছাড়া মৃত কোষ পরিষ্কার করতে স্ক্রাবের সাহায্য নিতে পারেন।

কফি, বেসন কিংবা চিনি দিয়ে স্ক্রাব বানিয়ে নিন। স্ক্রাব খুব জোরে মুখে ঘষবেন না। হালকা হাতে স্ক্রাব করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন।

ফেসিয়াল স্টিম নিন। গরম জলে লেবুর খোসা ফেলে স্টিম নিন। এতে পোরস খুলে যাবে এবং ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস পরিষ্কার হয়ে যাবে।

গোলাপের পাপড়ির সঙ্গে নারকেল তেল, ভিটামিন ই অয়েল ও অ্যালোভেরা জেল মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। তৈরি হাইড্রেটিং মাস্ক।

এই ফেসপ্যাক ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। এই উপায়ে হাইড্রেটিং ফেসিয়াল করলে দোলের রং ত্বকের ক্ষতি হবে না।