11 JUL 2025

চিনি ছাড়া লাল চা খাওয়া কীভাবে অভ্যাস করবেন?

Credits:, Getty Image

TV9 Bangla

চিনি ছাড়া লাল চা খাওয়ার গুরুত্ব নিয়ে চর্চা সর্বদাই। নিউট্রিশান হোক বা ডায়াটিশান, সকালে চা খাওয়ার অভ্যাস যাদের, তাদের এই পরামর্শই দিয়ে থাকেন তারা।

কিন্তু মুখে বলে দিলেই কি কাজ হয়? একে লাল চা, তার মধ্যে আবার চিনি ছাড়া। একেবারে স্বাদহীন।

তবে ওজন কমানো বা সুগার লেভেল নামাতে এর গুরুত্ব অপরিসীম। এই পরিস্থিতিতে কীভাবে চিনি ছাড়া চা খাওয়া অভ্যাস করবেন?

বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে যদি এক কাপ চায়ে দুই চামচ চিনি খেতেন, তা হলে এবার তা ধীরে ধীরে কমান। প্রথমে দেড় চামচ।  তারপর এক চামচ। তারপর হাফ চামচ। সবশেষে চিনি বন্ধ।

চিনির পরিবর্তে কয়েক লেবুর রস মিশিয়ে নিলি তেতো স্বাদটা দূর হবে। শরীরের পক্ষেও ভাল। 

চায়ে চিনির পরিবর্তে আদা বা তুলসি যোগ করুন। একটা অন্যরকম স্বাদ পাবেন।

সব শেষে ভাল মানের চা ব্যবহার করুন। নিম্নমানের চায়ে কোনও স্বাদ নেই। কিন্তু একটু ভাল মানের চায়ের নিজস্ব স্বাদ রয়েছে।

অনেকে আবার বলে থাকেন চিনের পরিবর্তে গুড় ব্যবহার করতে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ওজন কমানোর ক্ষেত্রে সেটাও ঠিক নয়।