14th  December, 2024

শীতের সঙ্গী ব্ল্যাঙ্কেটকে জল, রোদ ছাড়াই পরিষ্কার করবেন যেভাবে

Credit - Meta

TV9 Bangla

শীতকালে ঠান্ডার হাত থেকে বাঁচতে লেপ-কম্বলের ব্যবহার চলে প্রতি ঘরে ঘরে। এগুলো পরিষ্কার করার ঝক্কি অনেক।

আরও ভালো করে বললে শীতকালে নিয়মিত লেপ-কম্বল-ব্ল্যাঙ্কেট ব্যবহার তো করা হয়, কিন্তু তা পরিষ্কার করতে গেলে অনেকেই চাপে পড়েন।

লেপ-কম্বল-ব্ল্যাঙ্কেটগুলি খুব ভারী হয়। ফলে জল, সাবানগুড়ি দিয়ে ভিজিয়ে রোদে শুকোতে দিতে গেলে অনেকের কষ্ট হয়।

কয়েকটি সহজ উপায়ে লেপ-কম্বল-ব্ল্যাঙ্কেট পরিষ্কার করা যায়। বাড়িতেই তা যে কেউ সহজেই করতে পারেন। তার জন্য মানতে হবে ছোট্ট কয়েকটি সহজ উপায়।

বেকিং সোডা, গোলাপ জল, ভিনিগার এই তিনটি জিনিস বাড়িতে থাকলে জল ও রোদ ছাড়াই হবে আপনার ব্ল্যাঙ্কেট পরিষ্কার।

লেপ-কম্বল-ব্ল্যাঙ্কেটে ছাঁকনি দিয়ে বেকিং সোডা চারিদিকে ছিটিয়ে দিন। ৩০ মিনিট ব্রাশ দিয়ে ঘঁষে নিন। এভাবে তা পরিষ্কার হওয়ার পাশাপাশি জীবানুমুক্ত হয়।

একটানা দীর্ঘদিন লেপ-কম্বল-ব্ল্যাঙ্কেট ব্যবহার করলে দুর্গন্ধ তৈরি হয়। তা দূর করতে গোলাপ জল ও ভিনিগার দিয়ে মিশ্রণ বানিয়ে স্প্রে করতে পারেন। তারপর খোলা বাতাসে শুকিয়ে নিন।

ভিনিগার, বেকিং সোডা ও জল দিয়ে একটি মিশ্রণ বানাতে পারেন। তা লেপ-কম্বল-ব্ল্যাঙ্কেটে ছিটিয়ে দিলে পরিষ্কার হত। ঝক্কি কমে।