24 August 2024

ভিজে জামাকাপড় কীভাবে শুকনো করবেন?

credit: istock

TV9 Bangla

ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও জামাকাপড় কাচতে পারছেন না। আকাশের মুখ যে ভার। রোদের দেখা নেই। কোথায় জামাকাপড় মেলবেন?

ভিজে জামাকাপড় বেশি দিন ফেলে রাখলে বোঁটকা গন্ধ বের হয়। অনেক সময় জামা নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে কী করবেন?

যেহেতু রোদের দেখা নেই, তার উপর ক্ষণে ক্ষণে বৃষ্টি আসছে, তাই আপনাকে জামাকাপড় শুকনো করার জন্য বিকল্প উপায় খুঁজতে হবে।

ওয়াশিং মেশিনে যদি জামাকাপড় অর্ধেক শুকনো হয়ে যায়, তাহলে তা ঘরে পাখার হাওয়ায় মেলে দিতে পারেন। এতে জামাকাপড় শুকিয়ে যাবে।

কম  বা ছোট জামাকাপড় হলে ড্রায়ার ব্যবহার করুন। ড্রায়ার জামাকাপড়ের অতিরিক্ত জল শুষে নেবে। তারপর হাওয়ায় মেলে দিন।

ঘরে পাখা ও এসি একসঙ্গে চালিয়ে দিন। এসির ড্রাই মোডও অন করে দিতে পারেন। এই টোটকাতেও জামাকাপড় শুকিয়ে যাবে।

ঘরের ভিতরে দড়ি টাঙিয়ে নিন। সেখানে ভেজা জামাকাপড়গুলো মেলে দিন। প্রতিটি জামা কিন্তু আলাদা আলাদা করে মেলবেন।

আধ ভেজা জামার উপর একটা তোয়ালে মুড়ে নিন। তার উপর ইস্ত্রি চালিয়ে দিন। এই টোটকায় জামাকাপড় দ্রুত শুকিয়ে নিন।