2nd July, 2025
গলায় মাছের কাঁটা আটকেছে? সঙ্গে-সঙ্গে এটা করুন
TV9 Bangla
Credit - Getty Images
মাছ খেতে বসে অনেক সময়ই গলায় কাঁটা আটকে যায়। তখন খাওয়া ওঠে লাটে। অনেকেই ভয় পেয়ে যান। তারপর আর মাছ খেতে ভয় পান।
শুধু বড়রা নয়, শিশুদের গলায়ও অনেক সময় কাঁটা আটকে যায়। তবে কাঁটা আটকে গেলে আতঙ্কিত হবেন না। সঙ্গে সঙ্গে এই কাজগুলি করুন।
নরম করে ভাত চটকে মাখুন। মন্ড তৈরি করুন। একবারে গিলে ফেলুন। ভাতের মন্ডের চাপে কাঁটা নেমে যেতে পারে।
এক চামচ ভিনেগার এক গ্লাস জলের সাথে মিশিয়ে পান করুন। এটিও কাঁটাকে নরম করতে সহায়ক হতে পারে।
হালকা করে জল গরম করুন। তারপর সেই জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে পান করুন। লেবুর অ্যাসিডিক উপাদান কাঁটাকে নরম করতে সাহাস্য করে।
পাকা কলা ধীরে ধীরে চিবিয়ে খান। কলা যেহেতু নরম। তাই কলার নরম অংশ কাঁটার সঙ্গে আটকে গিয়ে তা নামিয়ে আনতে সাহায্য করতে পারে।
যদি কোনও কিছুতেই দেখছেন কাঁটা গলা থেকে নামছে না, তাহলে সঙ্গে-সঙ্গে চিকিৎসকের কাছে যান।
আরও পড়ুন