মাছ-মাংস ধুলে কিংবা রসুন ছাড়ালে হাত থেকে দুর্গন্ধ ছাড়তে থাকে। সাবান দিয়ে হাত ধোয়ার পরও হাত থেকে আঁশটে গন্ধ যায় না।
হাত থেকে আঁশটে গন্ধ দূর করার ক্ষেত্রে হ্যান্ডওয়াশ যথেষ্ট নয়। প্রাকৃতিক উপাদান দিয়ে হাত ধুয়ে নিলেও দুর্গন্ধ দূর হয়ে যেতে পারে।
হাত থেকে দুর্গন্ধ দূর করতে পাতিলেবুর সাহায্য নিন। লেবুর নিঙড়ে হাতে রস মেখে নিন। এর অ্যাসিডিক বৈশিষ্ট্য হাতের আঁশটে গন্ধ দূর করে দেবে।
জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে হাতে স্ক্রাব করুন। এটি দুর্গন্ধ উৎপাদনকারী ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।
জল ও সাদা ভিনিগার সমপরিমাণ নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি হাতে মাখলে সমস্ত দুর্গন্ধ দূর হয়ে যাবে নিমেষের মধ্যে।
হাত থেকে ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ দূর করবে টি ট্রি অয়েল। এক বাটি জলে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এর মধ্যে কিছুক্ষণ হাত ডুবিয়ে রাখুন। এতেই কাজ হবে।
টি ট্রি অয়েলের বদলে জলে নুন মেশাতে পারেন। নুন জলে ১০-১৫ মিনিট হাত ডুবিয়ে রাখলে সমস্ত গন্ধ চলে যাবে। পাশাপাশি সমস্ত ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে।
বাজার থেকে অ্যাক্টিভেটেড চারকোল কিনে আনুন। এই প্রাকৃতিক উপাদানটি দিয়ে হাত পরিষ্কার করুন। কিংবা ১৫-২০ মিনিট চারকোল মিশ্রিত জলে হাত ডুবিয়ে রাখতে পারেন।