হাতে মাত্র ৫ দিন, ৪ দিনেই মিলবে গার্লফ্রেন্ড! শুধু মানুন এই টোটকা
TV9 Bangla
Credit - Canva
বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর... এর অর্থ বিশ্বাসের মাধ্যমে যে কোনও কঠিন জিনিসকেও সহজ করে পাওয়া যায়, কিন্তু তর্ক বা সন্দেহ করে কিছু অর্জন করা কঠিন।
সামনেই ভ্যালেন্টাইন্স ডে। তার আগে সহজে গার্লফ্রেন্ড পেতে চাইলে কিছু সহজ টোটকা মানতে পারেন। অনেকে বলতে পারেন, এও আবার হয় নাকি? তবে লাভ ম্যানিফেস্টেশন বলছে এ সম্ভব।
কী করতে হবে? একটি নিখুঁত তেজপাতা নিন। তাতে কালো পেন দিয়ে মনের কথা লিখুন। যেমন- কোনও ব্যাক্তির নাম করে লিখতে পারেন, বর্তমানে তাঁর সঙ্গে খুব ভালো আছেন আপনি।
এরপর সেই তেজপাতাটি লবঙ্গ দিয়ে মুড়ে তা কর্পূর দিয়ে আগুনে জ্বালান। ওই পাতাটি জ্বালানোর পর যে ছাই হবে, তা বাতাসে উড়িয়ে দিন। সেই সময় থ্যাঙ্ক ইউ ইউনিভার্স বলতে হবে।
কেউ কোনও কিছু খুব মন থেকে চাইলে, তিনি তাঁর সমস্ত মন ও কর্মশক্তি দিয়ে যদি সেটি চাইতে পারেন, তবে তা বাস্তবে প্রকাশিত হওয়াও সম্ভব। এটাই বলছে লাভ ম্যানিফেস্টেশন।
হলুদ কাগজে একটি লাল পেন দিয়ে সঙ্গীর নাম লিখতে পারেন। তার সঙ্গে বর্তমানে আপনি খুব ভালো আছেন এটা মনে মনে ভেবে লিখতে হবে।
এরপর সেই কাগজটাকে চারটি ভাঁজে ফোল্ড করে বালিশের নীচে রেখে ঘুমোতে হবে। সকালে উঠে আগুনে পুড়িয়ে দিয়ে তা থ্যাঙ্ক ইউ ইউনিভার্স বলে উড়িয়ে দিতে হবে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।