নিজের ত্বককে উজ্জ্বল ও তারুণ্যদীপ্ত রাখতে কে না চায় বলুন? তা যদি হয় বলি অভিনেত্রী তামান্না ভাটিয়ার মতো তাহলে তো কথাই নেই।
'আজ কি রাত' হোক বা 'কাভালা', নিজের শরীরি আদবকায়দায় মুগ্ধ করেছেন ভক্তদের। তামান্নার মতো মোলায়েম ত্বকের অধিকারী হওয়া অনেকের কাছেই 'তামান্না' বটে। কী ভাবে তা সম্ভব হবে জানেন?
জৌলুসপূর্ণ, মোলায়েম ত্বক পেতে হলে তার একমাত্র উপায় হল ত্বকে কোলাজেনের মাত্রা ঠিক রাখা। সেটা ঠিক থাকলে ত্বক ভিতর থেকে পুষ্ট হয়, ফলে ত্বক থাকে নরম, নমনীয় এবং বলিরেখামুক্ত।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোলাজেন উৎপাদন ধীরে ধীরে হ্রাস পায়। ফলে ত্বকে বার্ধক্যের লক্ষণ দেখা দিতে শুরু করে। আপনি কি জানেন, এক বিশেষ ধরণের চা পারে আপনার ত্বককে প্রাকৃতিকভাবে তরুণ রাখতে?
নীল চা কিন্তু করতে পারে কামাল। অপরাজিতা ফুলের চা ত্বকের তারুণ্য ধরে রাখতে বেশ উপকারী। এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং বৈশিষ্ট্য। এই চা আপনার ত্বকের কোলাজেনের মাত্রা বাড়াতে কার্যকরী।
অপরাজিতা ফুলে থাকে ফ্ল্যাভোনয়েড এবং অনান্য জৈব সক্রিয় যৌগ। এই দুই উপাদান ত্বকের ক্ষতিগ্রস্থ কোষকে সনাক্ত করে মেরামতিতে সাহায্য করে।
অপরাজিতা ফুলের চা শরীরে ভিটামিন সি এর শোষণ উন্নত করে, যা কোলাজেন তৈরিতে সাহায্য করে এবং আমাদের ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে।
এক কাপ জলে ৪-৫টি অপরাজিতা ফুল দিয়ে মিনিট ৫ ফুটিয়ে নিন। ছেঁকে নিয়ে তাতে সামান্য লেবু এবং একটু মধু বা গুড় যোগ করে পান করতে পারেন। উপকার পাবেন।