২৫ হাজার টাকা বেতনেও হতে পারেন কোটিপতি! শুধু মানতে হবে ৭০:১৫:১৫ নিয়ম
credit: Getty Images
TV9 Bangla
এমন বহু মানুষ আছেন যাঁদের মাস গেলে বেতন মাত্র ২৫ হাজার টাকা। অথচ যা দিনকাল পড়েছে তাতে এই কটা টাকায় কিছুই হয় না।
অবশ্য বিশেষজ্ঞরা কিন্তু একদম অন্য কথা বলছেন। তাঁদের দাবি একটি পদ্ধতি অনুসরণ করলে মাত্র ২৫ হাজার বেতন নিয়েও কোটিপতি হওয়া সম্ভব। কী ভাবে জানেন?
কোটিপতি হওয়ার জন্য মেনে চলতে হবে ৭০:১৫:১৫ ফর্মুলা। অর্থাৎ নিজের মোট আয়কে এই তিনভাগে ভেঙে নিতে হবে।
মাসের মোট আয়ের ৭০ শতাংশ আপনি সারা মাসে আপনার খাওয়া, থাকা বা অনান্য খাতে খরচ করতে পারেন। কিন্তু তার বেশি নয়।
অবশিষ্ট ৩০ শতাংশের মধ্যে ১৫ শতাংশ জরুরি তহবিলের জন্য বিনিয়োগ করতে হবে। এবং বাকি ১৫ শতাংশের একটি এসআইপি শুরু করতে হবে।
প্রতি মাসে ৩,৭৫০ টাকা দিয়ে একটি এসআইপি শুরু করুন। প্রতি বছরে সেই এসআইপিতে অন্তত ১০ শতাংশ করে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করুন।
এই সূত্র অবলম্বন করে যদি টানা ২৫ বছর কষ্ট করে একটানা বিনিয়োগ করতে পারেন, তাহলে গড় বার্ষিক রিটার্ন হবে আপনার ১২ শতাংশ।
আপনি মোট রিটার্ন পেতে পারেন প্রায় ১০.৬৮ কোটি টাকা। তার উল্টো দিকে আপনাকে বিনিয়োগ করতে হবে ২.৯৫ কোটি টাকা। ১২ শতাংশ হারে রিটার্ন হলে রিটার্ন পাবেন ৭.৭৩ কোটি টাকা। রিটার্নের হার বেশি হলে আরও বেশি টাকা পাবেন।