9th February,  2025

রাগ ও চিন্তা থেকে মুক্তি মিলবে কীভাবে? প্রেমানন্দ মহারাজ বললেন...

TV9 Bangla

Credit - Pinterest 

বৃন্দাবনের আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের কাছে প্রতিদিন প্রচুর ভক্ত হাজির হন। অনেকে নিজের জীবনের সমস্যা জানান প্রেমানন্দ মহারাজকে।

সম্প্রতি এক ব্যক্তি প্রেমানন্দ মহারাজের কাছে জানতে চেয়েছিলেন, তিনি কীভাবে নেতিবাচকতা, রাগ ও চিন্তা থেকে মুক্তি পাবেন?

সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজ বলেন, 'রাম নাম জপ করো। যদি ডিপ্রেশন না কেটে যায়, তা হলে আমাকে বলবে।'

বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের কথায়, রাম নাম জপ করলে বড় বড় এবং কঠিন সমস্যাও পেরিয়ে যেতে পারবেন যে কোনও ব্যক্তি।

রাম নাম জপতে পারেন না হিংস্রা মনে রাখা ব্যক্তিরা। তারা মরা মরা জপ করলেও পুণ্য লাভ করে। ফলে এর থেকে পরিষ্কার রাম নামে কতটা জোর রয়েছে।

যে কাউকে এই বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বরের নাম জপ করলে সব ভালো হয়। পবিত্র আচরণ, পবিত্র ব্যবহার, পবিত্র খাওয়া দাওয়া করলেই সব ঠিক হয়ে যাবে।

 ভজন, ধ্যান, তপস্যা না করলে জীবন বদলাবে। যদি এগুলো করা হয়, জীবন অবশ্যই বদলাবে। ঠিক মতো খাওয়া দাওয়ার পাশাপাশি নেশা করা চলবে না। 

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।