20 JAN 2025

ইসলাম মতে কী ভাবে নিজেদের পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব?  

credit:Getty Images

TV9 Bangla

জানা-অজানায় মানুষ নিজের জীবনে অনেক ভুল বা পাপ করে বসে। কখনও পরিস্থিতির শিকার হয়ে, কখনও আবার ইচ্ছাকৃত ভাবে ভুল কাজ করে ফেলি আমরা।

ধর্ম মতে এই সব পাপ আমাদের আত্মাকে প্রভাবিত করে। সব ধর্মেই নিজেদের পাপ ধোওয়ার এবং প্রায়শ্চিত্ত করার নিয়ম রয়েছে।

হিন্দু ধর্ম মতে নিজেদের করা পাপের প্রায়শ্চিত্ত করতে বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করে। গঙ্গা, যমুনা বা গোদাবরীর মতো পবিত্র নদীতে স্থান করে। যা তাঁদের পাপ ধুয়ে ফেলতে সাহায্য করে।

তেমনই ইসলাম ধর্মেও নিজের করা পাপ বা 'গুনাহ' থেকে নিজেকে মুক্ত করার নির্দিষ্ট নিয়মের উল্লেখ আছে। ইসলাম মতে পাপের প্রায়শ্চিত্তের নিয়মগুলি কী জানেন?

ইসলাম ধর্ম মতে আল্লাহর প্রেরিত নবী এবং ইসলাম ধর্মের প্রবর্তক মোহাম্মদ সেই সমস্ত কাজ যা পশু, পাখি এবং প্রকৃতির ক্ষতি করে তাকে পাপ বলে বর্ণনা করেছেন।

ইসলাম মতে, কোনও মুসলমান পাপ করলে, সেই পাপ ধুয়ে ফেলতে তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাই জন্য তাকে নামাজ পড়তে হবে।

হজরত মোহাম্মদ সাহেবের কথায়, নামাজ হল নদীর মতো, যা পড়লে শরীর থেকে সব রকমের গুনাহ ধুয়ে যায়।

হজরত মোহাম্মদের কথায়, নামাজ হল নিজের পাপ ধুয়ে ফেলা, নিজেকে, নিজের মনকে শান্ত করার এবং আল্লাহর ইবাদত করার উপায়।