5 August 2024

বর্ষায় পিঁপড়ে দৌরাত্ম্য থেকে মুক্তি পেতে মেনে চলুন ৩ উপায়

credit: google

TV9 Bangla

বর্ষার দাপটের সঙ্গে সঙ্গে বেড়েছে বাড়ির আনাচে কানাচে পিঁপড়েদের আনাগোনা। বিস্কুটের কৌটো থেকে মিষ্টির বাক্স সর্বত্রই খালি তাঁদের দাপট।

পিঁপড়ে মারার রাসায়নিক, চক ব্যবহার করেও মিলছে না ফল। আবার খাবারের কৌটোয় রাসায়নিক ব্যবহার করাও যায় না। তাহলে উপায়?

সমস্যার সমাধান কিন্তু রয়েছে, আপনার রান্নাঘরে থাকা কয়েকটি জিনিস দিয়েই মিলবে মুক্তি।

জীবাণুনাশক রাসায়নিক বদলে ঘর মোছার জলে ভিনিগার মিশিয়ে নিন। প্রতি দিন তা-ই দিয়েই ঘরের মেঝে পরিষ্কার করুন। 

রান্নাঘরের যে সমস্ত জায়গায় পিঁপড়ের আধিক্য বেশি, সেখানেও ব্যবহার করতে পারেন এই মিশ্রণ।

চিনির পাত্র থেকে পিঁপড়ে তাড়াতে কয়েকটা লবঙ্গ রেখে দিলেও ভাল। যেখানে পিঁপড়ে বেশি সেখানেও লবঙ্গ রেখে দিলে কাজে দেবে।

লবঙ্গ ও দারচিনির গুঁড়ো কিংবা গোটা দারচিনি ও লবঙ্গ ছড়িয়ে দিন পিঁপড়ে ভর্তি জায়গায়। তবে কয়েক দিন বাদে গন্ধ কমে গেলে বদলে ফেলতে হবে সেগুলি।

এক টুকরো লেবুর খোসা রেখে দিতে পারেন চিনির পাত্রে। পিঁপড়ে লেবুর গন্ধ থেকে দূরে থাকে। এই পদ্ধতি মানলেও মিলবে স্বস্তি।