17  March, 2024

রান্নাঘরে দুর্গন্ধ? দূর করুন সহজেই

TV9 Bangla

credit: Pinterest

রান্নাঘর হল বাড়ির গুরুত্বপূর্ণ এক অংশ। রোজকার ব্যবহারের ফলে রান্নাঘর নোংরা হয়, এমনটাই স্বাভাবিক।

অনেকসময় রান্নাঘর থেকে বোঁটকা গন্ধ বের হতে থাকে। এই সমস্যার সম্মুখীন কি আপনিও হন? তাহলে জেনে নিন সহজ কিছু উপায়।

কয়েকটি উপায় আছে যা মেনে রান্নাঘর পরিষ্কার করলেই আর কোনও দুর্গন্ধ থাকবে না। আরে দেরী না করে জেনে নিন সেইগুলো।

একটি পাত্রে ভিনেগার বা বেকিং সোডা নিয়ে রান্নাঘরের স্ল্যাবে সারা রাত রেখে দিন। ভিনেগার খুব সহজেই কোনও গন্ধ শোষণ করে নিতে পারে।

রান্না শেষ হওয়ার পর, ব্যবহৃত বাসন  সাবান জলে ধুয়ে ফেলুন। রান্নায় ব্যবহৃত বাসন সঙ্গে সঙ্গে না ধুলে তাতে তেল-মশলা আরও চেপে বসে যায়।

ফলে সেগুলো পরে যতই ঘষুন না কেন, সহজে উঠতে চায় না। তা থেকে দুর্গন্ধ ছড়ায়। তাই সঙ্গে-সঙ্গে মেজে ফেলাই ভাল।

রান্নাঘরে অবশ্যই চিমনি বসান। রান্নার অতিরিক্ত তেল শোষণে সাহায্য করে চিমনি। ফলে তেলচিটে ভাব দূর হয়।

রান্নাঘরের দুর্গন্ধ দূর করতে সাহায্য কফি। এর জন্য গরম জলে কফি মিশিয়ে তা দিয়ে রান্নাঘর মুছে নিতে পারেন।