15 JUN 2025

ব্রণর কালো দাগ, মুখের কালচে ছোপ, সব নিমেষে হবে গায়েব! মাখুন এই সবজির রস

credit:TV9

TV9 Bangla

নিরখরচায় ঘরোয়া পদ্ধতিতে উজ্জ্বল ও সুন্দর ত্বক চাইলে একটা সবজি হতে পারে তার সমাধান। সেটি হল আলু। আলুর রসের উপকারী উপাদান কালো দাগ, ব্রণর দাগ ও পিগমেন্টেশন কমাতে সাহায্য করে।

আলু ভিটামিন সির ভাল উৎস, যা মেলানিন বা কালো দাগের জন্য দায়ী পিগমেন্টের উৎপাদন হ্রাস করে। নিয়মিত আলুর রস ব্যবহার করলে কালো দাগ হালকা হয় এবং ত্বক আরও উজ্জ্বল ও সুন্দর দেখায়।

আলুর রসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফ্ল্যাভোনয়েডস। যা অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করতে পারে। অক্সিডেটিভ স্ট্রেস অকালবার্ধক্য ও পিগমেন্টেশন সৃষ্টি করার বড় কারণ। আলুর রস ব্যবহার মাধ্যমে নতুন কালো দাগ হওয়া আটকানো ও বিদ্যমান দাগ হালকা করা যায়।

আলুর রসে রয়েছে বিশেষ এনজাইম, যা নতুন ও সুস্থ কোষ গঠনে সহায়তা করে। এর ফলে ব্রণের দাগ ও পিগমেন্টেশন অনেকটাই হ্রাস পেতে পারে।

আলুর রস হালকা ও নিরাপদ ব্লিচিং এজেন্ট, যা রোদে পোড়া দাগ, ব্রণের দাগ বা বয়সজনিত কালো দাগ হালকা করে। এর মধ্যে থাকা স্টার্চ বা শর্করাও ত্বককে উজ্জ্বল ও সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ত্বকে জ্বলুনি বা প্রদাহ হলে আলুর রস তা উপশমে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। আলুর রসের হাইড্রেটিং উপাদানগুলো শুকনো ও প্রদাহযুক্ত ত্বকে আর্দ্রতা ও পুষ্টির জোগান দিতে পারে। এর ফলে পিগমেন্টেশন ও কালো দাগও অনেকটাই হ্রাস পেতে শুরু করে।

আলুর রস হল ঘরোয়া ও কার্যকর উপায় যা কালো দাগ হ্রাস ও উজ্জ্বলতা বাড়াতে পারে। ব্রণের দাগ, রোদে পোড়া বা বয়সজনিত কালো দাগ হ্রাস করতেও আলুর রস উপকারী।

তবে যে কোনও নতুন ঘরোয়া ট্রিটমেন্ট ব্যবহারের আগে একটা প্যাচ টেস্ট করে নেওয়া উচিত। যাতে অ্যালার্জির সম্ভাবনা রয়েছে কিনা তা জানা যায়।  বড় কোনও সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।