27 March, 2024

ব্ল্যাকহেডস তুলে ফেলুন ২ মিনিটে

credit: Pinterest

TV9 Bangla

সাধারণত নাকের দুপাশে, কপালে, গালে, চিবুকে ছোট ছোট কালো ব্ল্যাকহেডস দেখা দিয়ে থাকে। এতে মুখের সৌন্দর্য কিছুটা হলেও বিবর্ণ হয়।

ব্ল্যাকহেডস দূর করার জন্য স্ট্রিপ লাগিয়ে অনেকে মুক্তি পেতে চান। এতে কোনো সমাধান পাওয়া যায় না। অস্বস্তি কাটাতে স্ট্রিপ ব্যবহার করলে ব্যথা লাগে ও দাগ হওযার সম্ভাবনা তৈরি হয়।

এ কারণে কোনো প্রসাধনী বা পণ্য ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতিতেই ব্ল্যাকহেডস দূর করা যেতে পারে। ব্ল্যাকহেডস ছাড়াও হোয়াইটহেডসের সমস্যা দেখা দেয়। জেনে নিন এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে।

ঘরোয়া পদ্ধতিতেই ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করা সম্ভব। এ জন্য প্রথমে একটি পাত্রে এক কাপ নারকেল তেল নিয়ে তাতে আধ কাপ কফি গুঁড়ো মিশিয়ে ভাল করে মিশিয়ে স্ক্রাবার করে নিন।

তারপর পেস্টটি মুখে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। বৃত্তাকারভাবে ম্যাসাজ করতে থাকুন কিছুক্ষণ। এভাবে ৮ থেকে ১০ মিনিট করার পর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এই প্যাকটিও দুই প্রকারের হেডসই দূর করতে উপকারী। এর আলাদা উপকারিতাও রয়েছে। নিয়মিত এই প্যাক ব্যবহারে ত্বক কাচের মতো ঝকঝকে পরিষ্কার হয়।

ফেসপ্যাকটি বানাতে প্রথমে একটি পাত্রে এক তৃতীয়াংশ ওটমিল গুঁড়ো নিন। সঙ্গে ২ চা চামচ দই ও ২ চা চামচ অলিভ অয়েল নিয়ে প্যাক বানিয়ে নিন।

 তারপর মুখ, গলা, নাকের উপর ভালো বৃত্তাকার গতিতে ম্যাসাজ করতে থাকুন। ৩ থেকে ৫ মিনিট স্ক্রাব করার পর দশ মিনিটের মতো অপেক্ষা করুন। এখন হালকা উষ্ণ জল দিয়ে মুখ পরিষ্কার করুন।

মধু হচ্ছে সেরা উপকরণ। ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস দূর করার জন্য প্রথমে একটি কটন প্যাডে মধু নিন। তারপর সেই প্যাড ত্বকের হেডসে প্রায় ২০ মিনিটের মতো প্রলেপ করুন।