বর্ষাকালে প্রত্যেকের বাড়িতেই কেন্নোর উৎপাত অনেক বেড়ে যায়। মেঝে থেকে শুরু করে দেওয়াল বা সিলিং-এ চরে বেড়াতে দেখা যায় কেন্নো
কেন্নোর জ্বালায় অতিষ্ট হয়ে পড়েন অনেকেই। তাই কেন্নোকে জব্দ করতে রইল কয়েকটা ঘরোয়া টিপস। কিছু সহজ উপায় মেনে চললেই মুক্তি পাবেন কেন্নোর উপদ্রব থেকে
আর্দ্র জায়গাতেই কেন্নো দাপিয়ে বেড়ায়। একটু ভিজে জায়গাই বেশি পছন্দ করে কেন্নো, তাই বাড়ি-ঘর আর্দ্র ও স্যাঁতস্যাতে হলে কিন্তু সমস্যা বাড়বে। ঘর, বারান্দা, রান্নাঘর, দেওয়াল এবং বাড়ির চারপাশ যত আর্দ্রতা মুক্ত থাকবে, ততই কেন্নো আসার সম্ভাবনাও কমবে
দিনের বেলায় জানালা, দরজা খুলে দিন, যাতে ঘরে ভাল করে রোদ আসে। ঘরে ঠিক মতো বাতাস চলাচল হওয়াও জরুরি। কোথাও যাতে স্যাঁতস্যাঁতে ভাব না থাকে, সে দিকে লক্ষ্য রাখুন। জল জমতে দেবেন না। নর্দমা পরিষ্কার রাখুন। লক্ষ্য রাখবেন, কোথাও যেন জল পড়ার সমস্যা না থাকে
এই পাউডারের সংস্পর্শে এলে কেন্নোর শরীর ডিহাইড্রেট হয়ে যায় এবং এরা শুকিয়ে মারা যায়। এই পাউডার দিয়ে শুধু কেন্নোই নয়, বরং নানা ধরনের পোকামাকড়ও দূর করা যায়
কেন্নো তাড়াতে ব্যবহার করতে পারেন বোরিক অ্যাসিড। এটি কেন্নোর শরীরের হজম ক্ষমতাকে নষ্ট করে দেয়। স্যাঁতস্যাঁতে বা ভেজা জায়গায় বোরিক অ্যাসিড ছড়িয়ে দিন
ঘরের দেওয়াল বা মেঝের কোথাও কোনও ফাঁক বা ফাটল থাকলে তা ভরাট করুন। জলের লাইনের কোনও পাইপ ফেটে জল বেরিয়ে যাচ্ছে কি না চেক করুন। সে রকম হলে পাইপ সারিয়ে নিন। এই ধরনের পাইপ কেন্নোদের আকৃষ্ট করে
একইভাবে ব্যবহার করতে পারেন ব্লিচিং পাউডারও। ঘরের কোণে ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখুন আর ধারে-কাছে ঘেঁষবে না কেন্নো