বর্ষাকাল মানেই কাপড়ে প্রচণ্ড দুর্গন্ধ! কী করলে তা দূর হবে?
credit:Shutterstock, Getty Images
TV9 Bangla
বর্ষাকালে স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে জামাকাপড়ে দুর্গন্ধ হওয়া সাধারণ সমস্যা। এ সময় বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় জামাকাপড় সহজে শুকোয় না। ফলে সেগুলিতে ব্যাকটেরিয়া ও ছত্রাক জমে গন্ধ তৈরি করে।
এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং জামাকাপড় জীবাণুমুক্ত রাখতে কিছু কার্যকর উপায় অবলম্বন করা জরুরি। কী সেই উপায়? কীভাবে বর্ষার মধ্যে জামাকাপড় জীবাণু মুক্ত এবং দুর্গন্ধ মুক্ত দুই রাখবেন?
প্রথমত, জামাকাপড় ধোয়ার সময় সাবান বা ডিটারজেন্টের সঙ্গে জীবাণুনাশক তরল যেমন ডেটল বা স্যাভলনের মতো অ্যান্টিসেপটিক ব্যবহার করুন। এতে কাপড় জীবাণুমুক্ত থাকবে এবং দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা কমবে।
চাইলে ভিনিগার ও বেকিং সোডা ব্যবহার করেও প্রাকৃতিকভাবে কাপড় জীবাণুমুক্ত করা যায়। দ্বিতীয়ত, ধোয়ার পর যত দ্রুত সম্ভব কাপড় শুকাতে দিন।
সম্ভব হলে রোদের আলোতে শুকান। সূর্যের অতিবেগুনি রশ্মি জীবাণু মেরে ফেলে এবং প্রাকৃতিকভাবে দুর্গন্ধ দূর করে। যদি রোদ না থাকে, তাহলে ইনডোরে ফ্যান ও ডিহিউমিডিফায়ার ব্যবহার করুন বা ইস্ত্রি করে হালকা গরমে শুকিয়ে নিন।
কাচা কাপড় কখনও গাদাগাদি করে রাখবেন না। বরং কাপড়ের মাঝখানে ফাঁকা রাখুন যাতে বাতাস চলাচল করতে পারে। প্রয়োজনে কাপড় শুকোনোর সময় ঝুলিয়ে রাখুন বা হ্যাঙ্গারে দিন যাতে ভাঁজে ভাঁজে জল না জমে।
চতুর্থত, কাপড় শুকানোর পর তৎক্ষণাৎ আলমারিতে তুলে রাখবেন না। আগে নিশ্চিত হোন কাপড় পুরোপুরি শুকিয়েছে। অর্ধ-শুকনো কাপড় তুললে তা আরও স্যাঁতসেঁতে হয়ে দুর্গন্ধ তৈরি করতে পারে।
আলমারির ভেতর শুকনো নিমপাতা, কর্পূর, কিংবা সিলিকা জেল প্যাক রাখলে স্যাঁতসেঁতে ভাব কমে এবং দুর্গন্ধও রোধ হয়। এছাড়া মাঝে মাঝে আলমারি খোলা রেখে বাতাস চলাচলের সুযোগ করে দিন।