15 January 2024

বুট জুতো পরলেই পায়ে দুর্গন্ধ? রইল টিপস

credit: istock

TV9 Bangla

গরমের পাশাপাশি সারাবছরই কমবেশি ঘামের সমস্যায় ভোগেন অনেকে। শরীরে অন্যান্য অংশের মতে পায়েও ঘাম হয় তা জানেন কি?

আর এই ঘাম থেকেই পায়ে দুর্গন্ধের সমস্যা হয়। পা চাপা জুতো পরলে দুর্গন্ধ বের হতে থাকে। এই দুর্গন্ধের ঠেলার লোকসমাজে লজ্জায় পড়তে হয় অনেকসময়।

তবে উপায় আছে। যা মানলে আর পা চাপা জুতো পরলে পায়ে দুর্গন্ধ হবে না। জানুন তার জন্য কী উপায় মেনে চলতে হবে।

জুতোর সঙ্গে সবসময় মোজা ব্যবহার করুন। এবং অবশ্যই পরিষ্কার, ধোয়া মোজা পরবেন। তাহলে আর দুর্গন্ধ হবে না।

চাইলে পায়ের পাতায় পাউডার ব্যবহার করতে পারেন। এতে পায়ে জীবাণু প্রতিরোধও হবে। আর দুর্গন্ধও ছড়াবে না।

একটি পাত্রে জল নিয়ে তাকে কয়েক ফোঁটা ভিনিগার মিশিয়ে দিন। এ বার সেই জলে পা ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। দেখবেন আর দুর্গন্ধ হবে না।

এ ছাড়া একইভাবে জলের ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে ব্যবহার করলেও কাজ হবে। সপ্তাহে এক থেকে দু'বার এটি ব্যবহার করে দেখুন।

স্নানের জলে নুন মিশিয়ে ব্যবহার করলেও ঘামের দুর্গন্ধ দূর হয়। স্নানের শেষ এক মগ জলে নুন মিশিয়ে গায়ে ঢেলে নিন। আর শরীরের কোনও অংশে দুর্গন্ধের সমস্যা হবে না।