29 January 2024
চশমা পরে নাকের দু'পাশে কালো দাগ? রইল উপায়
credit: Pinterest
TV9 Bangla
এখন বাচ্চা থেকে বয়স্ক কমবেশি সকলের চোখেই চশমা। অকালে চোখের কার্যক্ষমতা হ্রাস পাচ্ছে মানুষের। তাই ভরসা এখন চশমা।
সারাদিন চশমা ছাড়া এক বিন্দু চলে না অনেকের। আর দীর্ঘদিন চশমা পরার ফলে নাকের দু'পাশে কালশিটে দাহ পড়ে যায়।
এই দাগ এতটাই গাঢ় হয়ে যায় যে দেখতে খারাপ লাগে। এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া সম্ভব? রইল উপায়।
নাকের দু'পাশে আলুর রস লাগান। এই রস যে কোনও ধরনের দাগ তুলতে সাহায্য করে। ব্যবহার করে দেখতে পারেন উপকার পাবেন।
এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে লেবুর রস। একটু লেবু চিপে রস বের করে নিন। এ বার তা দাগযুক্ত স্থানে লাগান।
একইভাবে ব্যবহার করতে পারেন টমেটোর রস। এতে লাইকোপিন থাকে। যা চশমার দাগ তুলতে সাহায্য করে।
অ্যালোভেরা জেল ব্যবহার করলেও কাজ হবে। দাগ নির্মূল করতে সাহায্য করে অ্যালোভেরার নির্যাস। এতে ত্বক উজ্জ্বলও হয়।
শসাও একই ভাবে নাক থেকে চশমার দাগ তুলে দিতে পারে। শসা প্রথমে ছোট ছোট করে কেটে নিন। তার পরে সেগুলি নাকের দু’পাশে লাগান। দাগ কমে যাবে।
আরও পড়ুন