গ্রীষ্ম হোক বা শীত, কালো আন্ডারআর্ম সারাবছরই দুশ্চিন্তার কারণ। নাছড়বান্দা এই দাগ যেন যেতেই চায় না। ওয়াক্সিং, হেয়ার রিমুভার, ওয়াক্সিং স্ট্রিপ ব্যবহার করেও কোনও লাভ হয় না।
TV9 Bangla
হাতাকাটা, অফ শোল্ডার বা হল্টার নেক পোশাক পরতেও বেশ অস্বস্তি হয়। তাই এই দাগকে এবার বিদায় জানান। মাত্র চারটি ঘরোয়া উপাদানেই বগলের কালো ছাপ দূর করুন।
TV9 Bangla
সকলের রান্নাঘরেই কমবেশি বেকিং সোডা থাকে। বেকিং সোডার সঙ্গে কিছু জিনিস মিশিয়ে তৈরি করে ফেলুন এই দুটি প্যাক। দু-সপ্তাহে ফিরবে জেল্লা।
TV9 Bangla
বেকিং সোডা দিয়ে স্ক্রাব তৈরি করুন- ২ চা চামচ বেকিং সোডা এবং ১ চা চামচ জল। প্রথমে একটি বাটি নিয়ে দুটো উপকরণই মিশিয়ে নিন। এবার আন্ডারআর্মের কালো জায়গায় আলতো করে স্ক্রাব করুন।
TV9 Bangla
স্ক্রাব করার পরে, এটি ২৫-৩০ মিনিটের জন্য রেখে দিন এবং তারপরে হালকা গরম জল দিয়ে আন্ডারআর্মগুলি পরিষ্কার করুন। দেখবেন চকচক করবে।
TV9 Bangla
বেকিং সোডা,ময়দা ও টকদই দিয়েও এই কালো ছোপ দূর করতে পারেন। ১ চা চামচ বেকিং সোডা, ১ চা চামচ ময়দা, ১ চা চামচ দই। প্রথমে একটি পাত্রে উল্লেখিত উপকরণগুলো মিশিয়ে নিন।
TV9 Bangla
পেস্ট তৈরি হয়ে গেলে আন্ডারআর্মে লাগিয়ে ২০ মিনিট শুকাতে রেখে দিন। তারপর হালকা গরম জল দিয়ে আন্ডারআর্মগুলি পরিষ্কার করে নিন। দেখবেন ঝকঝক করছে।
TV9 Bangla
এ ছাড়া লেবু ঘষেও পরিষ্কার করতে পারবেন। লেবুর মধ্যে সামান্য বেকিং সোডা নিয়ে ছোপযুক্ত স্থান ঘষে নিন। ২০ মিনিট রেখে দিন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।