কাঁচা পেঁয়াজ খেয়ে নিঃশ্বাসে দুর্গন্ধ? রইল উপায়
28 August 2023
খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। খেতে ভাল লাগলেও এক একটি খারাপ দিকও রয়েছে
তা হল মুখে কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ হয়। যাকে ঘিরে লোকসমাজে অপ্রস্তুত হতে হয় মাঝে মধ্যে। তবে উপায় আছে যা মানলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে
এর জন্য পেঁয়াজ খাওয়ার আগে কিছু বিষয়ে নজর দিতে হবে। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক...
পেঁয়াজ খাওয়ার আগে কিছুক্ষণ ভিনিগারে ভিজিয়ে রাখুন। এতে পেঁয়াজের মধ্যে থাকা গন্ধ অনেকটাই কমে যায়
ফলে আর পেঁয়াজ খেলে নিঃশ্বাসে দুর্গন্ধের সমস্যা হয় না। হোটেল, রেস্তোরাঁতে এভাবেই পেঁয়াজ দেওয়া হয় খেয়াল করে
পেঁয়াজ খাওয়ার পর দুর্গন্ধের সমস্যা থেকে বাঁচতে মৌরি চিবিয়ে খান। মৌরি লালার মধ্যে থাকা ব্য়াকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে
একইভাবে খেতে পারেন এলাচ বা লবঙ্গও। এলাচ ও লবঙ্গে থাকা বিভিন্ন উপাদান দুর্গন্ধ রোধে সাহায্য করে। ফলে আর কোনও সমস্যা হয় না
এছাড়া কাঁচা পেঁয়াজের গন্ধ ঢাকতে সাহায্য নিতে পারেন মুসুরির ডালের। মুসুরির ডাল এই দুর্গন্ধ থেকে রক্ষা করে
আর সবচেয়ে সহজ উপায় হল দাঁত ব্রাশ করে নিন। নইলে মাউথ ফ্রেশনার ব্যবহার করুন। উপকার পাবেন
আরও পড়ুন