08 Sep  2024

ইস্ত্রি ছাড়াই ঘরোয়া উপায়ে নিমেষে টান টান হবে পোশাক

credit: google

TV9 Bangla

কর্পোরেট অফিস সেখানের নির্দিষ্ট ড্রেস কোড রয়েছে। এখন বেশিরভাগ অফিসেই স্যুট-বুট পরে অফিসে যাওয়ার নিয়ম। মানে একদম পশ্চিমি কায়দা।

তাই এই রকম কিছু হলে জামাকাপর টানটান রাখতেই হবে। কুঁচকোনো জামাকাপর হলে চলবে না। আবার ধরুন আপনি অন্য কোথাও বাইরে ঘুরতে যাচ্ছেন বা নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন।

সেখানেও কিন্তু অনেকেই টান টান পোশাক পরতেই ভালবাসেন। মোট কথায় বাড়ির বেরোতে হলে তার আগে হাতের সামনে ইস্ত্রি করা পোশাক প্রয়োজন। এদিকে বাড়ির ইস্ত্রিটাই খারাপ হয়ে গিয়েছে।

তাহলে কী করবেন? মুশকিল আসান কিন্তু হতে পারে, ঘরোয়া টোটকাতেই। একটি নয় ঘরোয়া উপায়ে ৪ রকম পদ্ধতিতে ইস্ত্রি করতে পাড়েন আপনার জামা।

জামা পরার সময় যদি দেখেন কলারটি কুঁচকে গিয়েছে তাহলে একটা হেয়ার ড্রায়ার থাকলেই হবে। জামায় ভাঁজের উপরে সামান্য ঠান্ডা জল ছিটিয়ে তার উপরে হেয়ার ড্রায়ার চালান, নিমেষে চলে যাবে কুঁচকনো ভাব।

ভিজে তোয়ালেতেও কাজ হতে পারে। মসৃণ জায়গায় জামা রেখে তার উপর ভিজে তোয়ালে টান টান করে রাখুন। হাত দিয়ে চেপে চেপে কুঁচকে যাওয়া জায়গা সোজা করুন। শেষে ড্রায়ার দিয়ে জামাটি শুকিয়ে নিলেই হবে।

হেয়ার স্ট্রেটনার দিয়েও কুঁচকে থাকা পোশাক ঠিক করা যায়। কাপড়ের উপর খানিকটা জলের ছিটে দিয়ে ভিজিয়ে নিন। এর পর স্ট্রেটনার দিয়ে যে ভাবে চুল টানটান করেন, সে ভাবেই কাপড় ইস্ত্রি করুন।

হেঁশেলে কাস্ট আয়রনের পাত্র থাকলেও চলবে! লোহার পাত্রে জল গরম করে নিয়ে জল ফেলে দিন। এ বার গরম কড়াই দিয়ে পোশাক চেপে চেপে ইস্ত্রি করার মতো ভঙ্গিতে চালান। জামা নিমেষে টান টান হয়ে যাবে।