23 MAY 2025

ব্রেক আপের পর প্রাক্তনের সঙ্গে কেমন সম্পর্ক রাখবেন? প্রেমানন্দ মহারাজ বললেন...

credit:TV9

TV9 Bangla

প্রেম বড় অদ্ভুত আবেগ। একটি প্রেম মানুষের জীবনকে আমূল বদলে দিতে পারে। সুন্দর প্রেম যেমন আপনার উন্নতির কারণ হতে পারে, প্রেমের খারাপ অভিজ্ঞতা বিষিয়ে দিতে পারে সারা জীবন।

অনেক ক্ষেত্রেই আমরা অনেকে আমাদের সঙ্গীর সঙ্গে ব্রেকআপের ঘটনা মেনে নিতে পারি না। ভবিষ্যৎ নেই জেনেও একটা শেষ হয়ে যাওয়া সম্পর্কের দিকে ছুটতে থাকি। কিন্তু সেটা কি উচিত?

নিজের প্রাক্তনের সঙ্গে কেমন সম্পর্ক থাকা উচিত আপনার? তাঁর সঙ্গে কেমন ব্যবহার করবেন? ব্রেক আপ হয়ে গেলে কী করবেন? এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন প্রেমানন্দ মহারাজ।

প্রেমানন্দ মহারাজ বলেন, একবার ব্রেক আপ হয়ে গেলে আর তাঁর সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক রাখার চেষ্টা করা উচিত নয়। যদি দুজনের রাস্তা আলাদা হয়ে যায় তাহলে আর তাঁকে ফেরানো উচিত নয়।

প্রেমানন্দজী বলেন, "প্রাক্তনকে দূর থেকেই আশির্বাদ দিয়ে বলুন, তুমি যার কাছে যাচ্ছ, তাঁর সঙ্গে ভাল থাক। আমি আর তোমার পথে আসব না। তাঁর থেকে দূরে থাকা উচিত। নিজের সরে আসা উচিত।"

আসলে একবার কোনও কাঁচে চির ধরলে তাকে যতই জোড়া লাগানো হোক না কেন, সেই দাগ আর যায় না। তেমনই সম্পর্ক একবার ভেঙে গেলে যতই চেষ্টা করুন না কেন তা আর পূর্বের মতো স্বাভাবিক হয় না।

অনেকেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন না। ব্রেক আপ হয়ে গেলেও তা মেনে নিতে পারেন না। উলটে সেই মানুষটিকেই আরও বেশি করে আকড়ে ধরে বাঁচতে চেষ্টা করেন। তাঁকে ফিরে পেতে চান।

প্রেমানন্দ মহারাজের কথায় এতে নিজের জীবনে সুখ-শান্তি নষ্ট হয় না। ওই সম্পর্কে আর প্রেম বা ভালবাসা থাকে না। ভালবাসা থাকলে কেউ ছেড়ে যায় না। তাই জেদ না করে সত্যি কে মেনে নিয়ে নতুন করে শুরু করা উচিত।