26th December, 2024
ফাটছে? শীতে ভালো করে লাগান... রইল কিছু গোড়ালির গোড়ার কথা
Credit - Getty Images
TV9 Bangla
শীতকালে গোড়ালি ফাটার সমস্যা অনেকেরই দেখা যায়। তা সারানোর জন্য বাজার থেকে অনেকে দামি দামি ক্রিম এনে লাগান।
বাজার থেকে দামি দামি কেনা ক্রিম ফাটা গোড়ালিতে লাগালেও সব সময় উপকার মেলে না। তাই কিছু ঘরোয়া উপায়ে সারাতে পারেন ফাটা গোড়ালি।
শীতকালে মহিলাদের গোড়ালি ফাটার সমস্যা বেশি দেখা যায়। পুরুষদেরও গোড়ালি ফাটে। অনেকের গোড়ালি ফেটে এমন অবস্থা হয়, তাতে হাঁটতে কষ্ট হয়।
অনেক সময় অনেকের গোড়ালি ফেটে চৌচির হয়ে রক্তও বেরোয়। তাতে সেই ব্যক্তির অবস্থা খুবই খারাপ হয়। তিনি ভীষণ কষ্ট পান।
প্রতিদির রাতে গোড়ালির ফাটা জায়গায় নারকেল তেল লাগাতে পারেন। তাতে কয়েকদিনের মধ্যে গোড়ালি ফাটা সেরে যায়। ত্বক নরম হয়।
ফাটা গোড়ালিতে মধু এবং লেবুর মিশ্রণও লাগাতে পারেন। নিয়মিত সেই লাগালে দ্রুত এই সমস্যার সমাধান মিলতে পারে।
ভিনিগার ও লবণ মিশিয়ে ফাটা গোড়ালিতে লাগালেও আরাম পাওয়া যায়। গ্লিসারিন ও গোলাপ জলের মিশ্রণ লাগালেও আরাম মেলে।
শীতে রোজ রাতে পায়ে অ্যালোভেরা জেল লাগালে দ্রুত গোড়ালি ফাটা সেরে যাবে। এখানে দেওয়া তথ্য শুধু জানার জন্য, তা প্রয়োগ করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
Learn more