20th May, 2025

রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হত না?

TV9 Bangla

Pic Credit- Pinterest, Getty Images 

গরমকালে বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায়। এই ফল অনেকের পছন্দের। তরমুজ জলজ ফল। এতে ৯২ শতাংশ জল থাকে।

এ বার ধরুন বাজার থেকে কিনে আনা তরমুজ দেখলেন বেরোল জোলো, নিশ্চয়ই বিরক্ত লাগবে। তা হলে উপায়? জেনে নিন সহজে কীভাবে বুঝবেন তরমুজ মিষ্টি না জোলো।

তরমুজ খেলে শরীর হাইড্রেটেড থাকে। এর পুষ্টিগুণও বিরাট। কীভাবে না কেটেই বুঝবেন তরমুজ ভেতর থেকে লাল হবে কি না।

তরমুজ লাল ও মিষ্টি কি না, তা বোঝার সহজ উপায় হল ফলের উপর টোকা দেওয়া। অর্থাৎ তরমুজে টোকা দিয়ে শব্দ শুনতে হবে।

যে তরমুজ পাকা এবং মিষ্টি হয়, তাতে টোকা দিলে শব্দ জোরে হবে। আবার বেশি পাকা যে তরমুজ, সেগুলোর শব্দ গভীর।

কাঁচা তরমুজে টোকা দিলে শব্দ কম হয়। ফলে যদি দেখেন তরমুজে শব্দ হচ্ছে না, তা হলে সেগুলো না কেনাই শ্রেয়।

তরমুজ কেনার সময় তার বাইরেটা গাঢ় সবুজ রঙের কি না দেখে নিতে হবে। গাঢ় সবুজ রঙ হলেই তরমুজ কিনুন। ভারী তরমুজ কেনা ভালো।

অনেকেই মনে করেন তরমুজের বাইরে দাগ মানে তা হয়তো ভেতরে ভালো নয়। এটা ভুল। ঠিকমতো পাকা ও লাল তরমুজ চাইলে বাইরে থেকে দাগযুক্ত তরমুজ কিনুন।