14 JUN 2025

যতই প্রেম করুন, হবে না বিয়ে! পুরুষের মধ্যে কোন ৫ গুণ খোঁজেন নারী? চাণক্য বলছেন...

credit:TV9

TV9 Bangla

'নারী চরিত্র বেজায় জটিল' আমাদের মহানায়ক সেই কবে এই কথা বলেছিলেন। তবে সেই চরিত্রকে খানিকটা হলেও বুঝতে পেরেছিলেন ভারতের সর্বকালের সেরা কূটনীতিক চাণক্য।

পুরুষদের চরিত্রে কোন গুণ থাকলে তা নারীরা অত্যন্ত পছন্দ করেন? আপনার কোন গুণ ফিদা করে দিতে পারে ক্রাশকে?  অনেক আগেই তা বলে দিয়েছেন চাণক্য।

চাণক্যের মতে সৎ পুরুষকে অত্যন্ত পছন্দ করেন নারীরা। সৎ ব্যক্তিরা নারীদের মন জয় করে সকলের আগে। সম্পর্কে জড়ানোর সময়ে বান্ধবীকে নিজের ব্যাপারে সবটা খুলে বলুন। নিজের ভাল দিকের সঙ্গে মন্দ দিকগুলিও গোপন করবেন না।

চাণক্য-নীতি অনুসারে, মহিলারাও লক্ষ্য করেন, পুরুষরা অন্যদের প্রতি কেমন আচরণ করছেন। আপনার শিষ্টাচার বোধ কেমন? দুর্বল এবং সবলের প্রতি আপনার আচরণে পার্থক্য এই সবই তাঁরা লক্ষ করেন।

ধরুন আপনারা কোনও রেস্তরাঁয় খেতে গেলেন। বান্ধবীর সঙ্গে কথাবার্তা বেশ ভালই জমছিল! খাবার আসতে দেরি হওয়ায় আপনি সেখানকার কর্মচারীর সঙ্গে দুর্ব্যবহার করে বসলেন। এই আচরণ কিন্তু অসন্তোষ তৈরি করতে পারে।

মহিলারা ভাল শ্রোতাকে সব সময় পছন্দ করেন। সকল মহিলাই আশা করেন যে, তাঁর সঙ্গী তাঁর কথা শুনবেন এবং তাতে মনোযোগ দেবেন।

যা-ই হোক, যে পুরুষের মধ্যে ভাল শ্রোতা হওয়ার গুণ থাকে, নারীরা তাঁকেই বেশি পছন্দ করেন। এ ছাড়াও, মহিলারা সেই পুরুষকে পছন্দ করেন, যাঁর অহঙ্কার কম।

যে পুরুষ অন্য নারীর সম্মান করেন, তাঁরাই নারীদের মনে জায়গা করে নেন সকলের আগে। পুরুষদের এই অভ্যাস কিন্তু নারীদের দুর্বলতার কারণ।