ঘরে টিকটিকির উপদ্রবে টেকা দায়
এই সমস্যা থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না?
রইল কিছু ঘরোয়া সমাধান
গোলমরিচের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন
এবার তা জলের সঙ্গে স্প্রে বোতলে ভরে স্প্রে করুন
ফাঁকা ডিমের খোলা ঘরে রেখে দিন
ঘরে কর্পূর রেখে দিন
একইভাবে ন্যাপথলিন রেখে দিলেও কাজ হবে
পেঁয়াজ ও রসুনের পেস্ট তৈরি করেও স্প্রে করতে পারেন