প্যান্ট্রি বা রান্নাঘরের ক্যাবিনেটে তেজপাতা রাখুন। তেজপাতার তীব্র ঘ্রাণ পোকামাকড় দূর করবে। এ ছাড়া রয়েছে আরও উপায়।
লেবু,কমলালেবুর খোসায় প্রাকৃতিক তেল থাকে যা পোকামাকড় ও মাছির জন্য অস্বস্তিকর। এই সল ফলের খোসা জানালা এবং অন্যান্য জায়গায় রাখুন। মাছি ও পোকা আসবে না।
পিঁপড়ের সমস্যা থাকলে ঘরে শসার টুকরো রাখুন। পিঁপড়েরা শসার ঘ্রাণ অপছন্দ করে। তাই পিঁপড়ে আসবে না।
একটি স্প্রে বোতলে সমপরিমাণ জল এবং সাদা ভিনিগার মিশিয়ে নিন। রান্নাঘর পরিষ্কার করতে ব্যবহার করুন এই মিশ্রণ। পিঁপড়ে ও পোকা আসবে না।
যেসব জায়গায় পিঁপড়ে দেখেছেন, সেসব জায়গায় দারুচিনি ছিটিয়ে দিন। প্রাকৃতিক পিঁপড়ে প্রতিরোধক হিসেবে কাজ করে এটি।
বাড়ির আশেপাশে পুদিনা গাছ রাখুন। পুদিনার একটি শক্তিশালী ঘ্রাণ আছে যা পোকামাকড় তাড়ায়।
কফি প্রাকৃতিক পিঁপড়ে প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে। পিঁপড়ের আনাগোনা বেশি এমন স্থানে ছিটিয়ে দিন কফির গুঁড়ো।
পেপারমিন্ট, ইউক্যালিপটাস এবং চা গাছের তেলের মতো এসেনশিয়াল তেল পোকামাকড় তাড়ায়। একটি স্প্রে বোতলে জলের সঙ্গে কয়েক ফোঁটা এই তেল মিশিয়ে রান্নাঘর মুছে নিন।