বর্ষাকালে একনাগাড়ে বৃষ্টি হলে চারিদিকে থাকে জল থৈ থৈ অবস্থা হয়। আর এই বর্ষাকালেই পোকামাকড়ের উপদ্রব বাড়ে।
অনেকের বাড়িতে থাকা গাছও বর্ষায় পোকার আক্রমণ থেকে মুক্তি পায় না। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে কীটনাশক ব্যবহার করেন।
আবার কেউ কেউ কীটনাশক বাড়ির গাছে ব্যবহার করেন না। কারণ, বাড়ির গাছে কেউ রাসায়নিকের মাত্রাতিরিক্ত ব্যবহার চান না।
এই পরিস্থিতিতে কিছু ঘরোয়া প্রতিকার যে কারও কাজে লাগে। চলুন জেনে নেওয়া যাক সেগুলি। বাড়িতে লাগানো গাছে পোকা লেগে গেলে তাতে নুন দিতে পারেন।
একটা স্প্রে বোতলে জল ও নুন মিশিয়ে রাখুন। গাছগুলিতে তা ছিটিয়ে দিন। এবং গাছের গোড়ার চারপাশেও নুন ছিটিয়ে দিন। তাতে গাছ থেকে দূরে থাকবে পোকামাকড়।
হিংয়ের গন্ধ পোকামাকড়ের সহ্য হয় না। তাই গাছে হিং-জল স্প্রে করতে পারেন। এক গ্লাস জলে এক চিমটে হিং মিশিয়ে ৩-৪ ঘণ্টা রাখুন। তারপর সেই জল স্প্রে-বোতলে ভরে গাছে স্প্রে করুন। তাতে পোকামাকড় দূর হবে।
নিমপাতাও গাছ থেকে পোকামাকড় দূর করতে সাহায্য করে। তেঁতো নিমের তীব্র গন্ধ রয়েছে। যা গাছপালা থেকে পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে।
নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে সেটি যে কোনও গাছের গোড়ায় দিতে পারেন। এছাড়া রাতে নিমপাতা জলে ভিজিয়ে রেখে, তা পরের দিন গাছে ছিটিয়ে দিতে পারেন।