26 JAN 2025

বিষ লাগবে না, রান্নাঘরের এই জিনিসেই বন্ধ হবে ইঁদুরের আনাগোনা

credit:Meta AI

TV9 Bangla

ইঁদুরের জ্বালায় অতিষ্ট জীবন। রাত হলেই রান্না ঘরে শুরু হয় খুটখুট শব্দ। আর সকাল বেলা হয়তো গিয়ে দেখলেন রান্না ঘর তছনছ করে দিয়েছে।

বিশেষ যাঁদের পুরনো বাড়ি তাঁদের এই সমস্যা আর বেশি। কোনও খাবার দাবার রাখাটাই দায় হয়ে দাঁড়ায়। ইঁদুরের বিষ, ইঁদুর ধরার কলেও কাজ হয়নি? কী করলে পাবেন মুক্তি?

মনে করা হয় পুদিনা পাতার গন্ধ একদম সহ্য করতে পারে না ইঁদুর। তুলোর বলে পেপারমিন্ট তেল লাগিয়ে রান্না ঘরে বিভিন্ন কোণায়, ইঁদুর ঢোকার রাস্তায় রেখে দিন।

সর্দি-কাশির মতোই ইঁদুর তাড়াতেও লবঙ্গের জুড়ি মেলা ভার। ছোট কাপড়ে করে লবঙ্গ বেঁধে কিছু জায়গায় রেখে দিন, তাহলেই দেখবেন কমে গিয়েছে ইঁদুরের আনাগোনা।

নজর কাটাতে হোক বা রান্নায় ফোড়ন দিতে, তেজপাতা খুব গুরুত্বপূর্ণ। যেখানে যেখানে ইঁদুরের দৌরাত্ম্য বেশি সেখানে তেজপাতা রেখে দিন। তাহলেই হবে।

অ্যামোনিয়ার তীব্র গন্ধ যে কোনও প্রাণীর মতোই ইঁদুরের কাছেও অসহ্য। জলে অল্প অ্যামোনিয়া মিশিয়ে ঘরের কোণে স্প্রে করে দিন, লেজ তুলে পালাবে ইঁদুরের বংশ।

ঝাল সহ্য করতে পারে না ইঁদুর। না না রান্নায় ঝাল দিতে হবে না। খালি ইঁদুর যে পথে ঘরে প্রবেশ করে সেই পথে লাল লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিন তাহলেই হবে।

ভিনিগার এবং জলের মিশ্রণ ইঁদুর তাড়াতে খুব সাহায্য করে। একটি বোতলে ভিনিগার এবং জল মিশিয়ে ইঁদুরের আসা যাওয়ার পথে ছড়িয়ে দিন, ব্যস তাহলেই দেখবেন আর ইঁদুর আসছে না।