27 MAR 2025

কাঠফাটা গরমে ট্যাঙ্কের জল থাকবে কনকনে ঠান্ডা! কী ভাবে জানেন?

credit:Getty Images

TV9 Bangla

সকলের বাড়িতে জল সংরক্ষণের জন্য সিমেন্টের ট্যাঙ্ক থাকে না। পরিবর্তে অনেকের বাড়িতে প্লাস্টিকের বা পিভিসি ট্যাঙ্ক স্থাপন করতে পছন্দ করেন।

যাঁদের বাড়িতে জলের চাহিদা কম তাঁরা বেশিরভাগ লোকজন, বাড়ির ছাদে কালো বা নীল রঙের পিভিসি ট্যাঙ্ক বসিয়ে রাখেন। বাজারে সাদা রঙের ট্যাঙ্কও পাওয়া যায়।

তবে সমস্যা একটাই। একটু বেলা গড়ানো শুরু হতেই গরম হয়ে যায় জলের ট্যাঙ্ক। তারই সঙ্গে ফুটে ওঠে জলও। ঘড়ির কাঁটা ১১-১২টার ঘরে পৌঁছলে তখন সেই জলে স্নান করাটাই দায় হয়ে দাঁড়ায়।

আসলে কালো রং সূর্য রশ্মি তাড়াতাড়ি শোষণ করে। তাই কালো জলের ট্যাঙ্ক গরম হয় আরও তাড়াতাড়ি। ফলে দ্রুত উত্তপ্ত হয় জল। কী ভাবে মুক্তি পাবেন এই সমস্যার হাত থেকে?

গরম কালে ট্যাঙ্কের জল ঠান্ডা রাখতে এমন জায়গা সেই ট্যাঙ্ককে রাখুন যাতে সরাসরি সূর্যের আলো না লাগে। যদি তা সম্ভব না হয় তাহলে সেই ব্যবস্থা করুন।

কোনও কিছু দিয়ে ঘিরে দিতে পারেন জলের ট্যাঙ্ক। তবে ট্যাঙ্কের চারপাশে একটু ফাঁক রাখবেন না হলে হাওয়া চলাচল করতে পারবে না। সেক্ষেত্রে জল গরম হয়ে যাবে।

ট্যাঙ্কের মুখ একটু ফাঁক করে রাখুন। এতে ট্যাঙ্কের ভিতরে যে গরম পরিবেশ তৈরি হবে তা কেটে যাবে। লীন তাপ ছেড়ে দিতে পারলে এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

খেয়াল রাখবেন ট্যাঙ্কের জল যেন পরিষ্কার থাকে। রোদ পেলে শ্যাওলা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি কম হয়। তাই নিয়মিত জল পরিষ্কার রাখার বিষয়ে নজর দিন।