13 February 2024

আন্ডারআর্মসের যত্ন নিন

credit: istock

TV9 Bangla

ওয়াক্সিং ছাড়া আর সেভাবে আন্ডারআর্মসের যত্ন নেওয়া হয় না। অথচ, এখানে থেকে দুর্গন্ধ ছাড়ে এবং কালো দাগ গাঢ় হতে থাকে।

সাবান ও পারফিউম ছাড়া খুব বেশি প্রসাধনী আন্ডারআর্মসের ব্যবহার করা হয় না। কিন্তু আন্ডারআর্মসের যত্ন নেওয়া জরুরি।

পার্সোনাল হাইজিন বজায় রাখা সকলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই আন্ডারআর্মসের যত্ন কীভাবে নেবেন, চলুন জেনে নেওয়া যাক।

আন্ডারআর্মসে থাকা গ্ল্যান্ড ঘাম নিঃসরণের করে এবং ত্বকের উপরে থাকা ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে যায়। এই কারণে দুর্গন্ধ ছাড়তে থাকে।

ঘাম হল দেহের বর্জ্য পদার্থ। তাই এটি যখন নিঃসৃত হচ্ছে, তখন সঠিক উপায়ে আন্ডারআর্মসের যত্ন নেওয়া দরকার। নাহলেই বিপদ।

প্রতি দিন সাবান মেখে স্নান করা ছাড়াও সপ্তাহে দু'দিন বডি স্ক্রাব ব্যবহার করুন। কফির সঙ্গে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করুন।

সপ্তাহে একদিন আন্ডারআর্মসে প্যাক ব্যবহার করুন। চাল গুঁড়ির সঙ্গে হলুদ গুঁড়ো ও দই মিশিয়ে মাখুন। মিনিট কুড়ি রেখে ধুয়ে ফেলুন।

ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে প্রতিদিন আন্ডারআর্মসে রোল-অন ব্যবহার করুন। প্রয়োজনে ট্যালকম পাউডারও ব্যবহার করতে পারেন।