বহু বছরের প্রেমও এক লহমায় ভেঙে যায়। আর সম্পর্ক ভাঙনের এই প্রবণতা আগের থেকে অনেকটাই বেড়েছে। বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছে গিয়েও সম্পর্কে চিড় ধরে। আজকাল এই ধরনের ঘটনা প্রায়ই চোখে পড়ে।
সম্পর্ক ভাঙনের কারণের মধ্যে অন্যতম হল পরকীয়া ও সম্পর্কে তৃতূীয় ব্যক্তির আগমন। কীভাবে বুঝবেন আপনার সঙ্গী আপনাকে ঠকাচ্ছে?
বেশ কিছু লক্ষণ রয়েছে যা বলে দিতে পারে আপনার সঙ্গী আপনাকে দূরে ঠেলে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কি না। আসুন জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলো।
প্রিয় মানুষটির তরফ থেকে দেখা করার ইচ্ছা নজরে পড়বে না। এমনকি, আপনাদের দীর্ঘ দিন দেখা না হওয়া বা ফোনে ভাল করে কথা না হওয়া নিয়েও তাঁর কোনও অভিযোগ নেই! এমন হলে সতর্ক হোন।
বন্ধু বা পরিচিত মহল আপনাদের সম্পর্কে জানলেও সঙ্গী কি হঠাৎই আপনাদের সম্পর্ককে স্রেফ ‘বন্ধুত্বের’ মোড়কে পেশ করছেন সর্বত্র? এমন হলে তা কিন্তু চিন্তার বিষয়।
সঙ্গী কি হঠাৎপুরোদস্তুর বন্ধুর মতো আচরণ করছেন? তবে হতে পারে সে আপনাকে দূরে ঠেলে দিচ্ছে। বিষয়টা নিয়ে ভাবুন।
সম্পর্কে প্রেমের ঘাটতি অনুভব করছেন? চেনা সেই ভালোবাসা, যত্ন কোনওটাই যদি না পান তবে হতে পারে আপনাকে ঠকানো হচ্ছে।
অনেকসময় কথা বলে এই আশঙ্কাগুলো দূর করা যায়। তবে যদি তাতেও কিছু ঠিক না হয় তবে সেই সম্পর্ক থেকে সরে দাঁড়ানোই শ্রেয়। সাময়িক কষ্ট হলেও ভবিষ্যতে সুখী হবেন আপনি।