দূরে থাকে সঙ্গী? রইল লং ডিসটেন্স রিলেশন মজবুত করার ৪ টিপস
Credit - Pinterest
TV9 Bangla
লং ডিসটেন্স রিলেশনশিপে থাকা কাপলদের মধ্যে মাঝেমাঝেই সমস্যা দেখা যায়। এইরকম সম্পর্কে থাকলে একটা সময় ভুল বোঝাবুঝির সম্ভবনা বাড়ে।
যখন কোনও কাপল দূরে থাকে, সেই সময় তাদের একে অপরকে অতিরিক্ত সময় দিতে হয়। এই সময় দেওয়ার বিষয়টাও পুরোপুরি নির্ভর করছে সেই দুই ব্যক্তির উপর।
যে কোনও সম্পর্কে কথা বলা, দেখা করা অত্যন্ত জরুরি। কিন্তু কর্মসূত্রে বা অন্য কারণে যদি একে অপরের থেকে দূরে থাকতে হয়, তা হলে বেশ কয়েকটি বিষয়ে একে অপরের কাছে স্পষ্ট ও স্বচ্ছ থাকতে হয়।
যে কোনও সম্পর্ক সে কাছাকাছি থাকাই হোক বা লং ডিসটেন্স, তাতে জরুরি একে অপরের কথা মন দিয়ে শোনা। সারাদিনে টুকিটাকি খবর নেওয়া চললেও, নিজেদের একটা নির্দিষ্ট সময় বের করতে হবে। সারাদিনের নানা কথা একে অপরকে বলতে হবে।
পছন্দের মানুষটি দূরে থাকে তো কী হয়েছে, তাঁর প্রিয় জিনিস অনলাইনে অর্ডার করে তাঁর কাছে পৌঁছে দিতে পারেন। এ কাজ আজকাল খুবই সহজ।
সারাদিনের কাজের শেষে একটু হলেও সময় করে ভিডিয়ো কল করতে পারেন। আজকাল এত উন্নত প্রযুক্তি, তাতে ওই একপ্রকার 'দুধের সাধে ঘোলে মেটানো'র মতো বিষয়টা একটু হতে পারে।
লং ডিসটেন্স রিলেশনশিপ মানে একেবারেই দেখা নয়, এই কনসেপ্ট ভেঙে ফেলুন। মাঝে মাঝে পারলে সঙ্গীকে চমকে দিন সারপ্রাইজ ভিজিটের মাধ্যমে।
একে অপরকে কখনও অকারণে দোষারোপ করবেন না। দূরে থাকা সঙ্গীরা একে অপরকে দোষ দিলে আরও বেশি ভুল বোঝাবুঝি হয়।