বাড়িতে চরণামৃত বানানোর সময় এই ভুলগুলি করলেই মহাবিপদ
TV9 Bangla
Credit - Getty Images, Meta AI, X
কমবেশি প্রতিটি হিন্দু মন্দিরে দেব-দেবীর পুজো হওয়ার পর ভক্তদের প্রসাদ হিসেবে দেওয়া হয় চরণামৃত ও পঞ্চামৃত। এই দুটো জিনিস আলাদা।
অনেক সময় বাড়িতেও ঠাকুর পুজোর সময় কেউ কেউ চরণামৃত বানান। তা বানানোর সঠিক উপায় জানেন তো? চলুন জেনে নেওয়া যাক।
চরণামৃত এই নামটা থেকেই স্পষ্ট যে, এটি ঈশ্বরের পায়ের অমৃত। আর এই অমৃত তৈরি করতে, ভগবান শালিগ্রামকে গঙ্গা জলে স্নান করাতে হয়।
ওই জলের মধ্যে তুলসী গাছের ডাল ও পাতা দিতে হয়। তখন সেই জল চরণামৃতে পরিণত হয়। পুজোর সময় তামার পাত্রে ভগবানের চরণে বিশুদ্ধ জল নিবেদন করা হয়।
এরপর তাতে তুলসী পাতাও মেশানো হয়। আর এইভাবেই তৈরি হয় চরণামৃত। ঈশ্বরের পায়ের এই অমৃত এরপর প্রসাদ হিসেবে সকল ভক্তদের বিতরণ করা হয়।
তামার পাত্রে রাখা তুলসী মেশানো জল শরীরের জন্য উপকারী। চরণামৃত খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো। তামার পাত্রে থাকা জল লিভার ও পাকস্থলীর সমস্যা দূর করতে সাহায্য করে।
চরণামৃত গ্রহণ করার কয়েকটি নিয়ম ও মন্ত্রের কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে। যখনই চরণামৃত গ্রহণ করবেন, তা ডান হাতেই নেবেন। চরণামৃত খাওয়ার পর মাথায় হাত দিতে হয়।
বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের বক্তব্য ধর্মীয় বিশ্বাস এবং হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।