7 June 2024
পকেট বাঁচিয়ে নিজেই বানান ফেস ক্লিনজ়ার
credit: istock
TV9 Bangla
গরম কমার নাম নেই। ভ্যাপসা গরম আর কাঠফাটা রোদে ত্বক পুড়ছে। নাকের দু'পাশ দিয়ে তেল গড়াচ্ছে। বাড়বে ব্রণর সমস্যাও।
ত্বক যেমনই হোক প্রতিদিন মুখ পরিষ্কার করা দরকার। ত্বকে জমে থাকা ময়লা, জীবাণু পরিষ্কার না করলে ত্বকের সমস্যা বাড়তে থাকে।
বাজারচলতি ক্লিনজ়ার, ফেসওয়াশে যে সব রাসায়নিক মেশানো থাকে, সেগুলো ত্বকের জন্য ক্ষতিকারক। এতে ত্বকের সমস্যা আরও বাড়ে।
বাজারচলতি ফেসওয়াশ ব্যবহারের বদলে হোমমেড ক্লিনজ়ার ব্যবহার করুন। প্রাকৃতিক উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারেন ক্লিনজ়ার।
কয়েক ফোঁটা নারকেল তেল বা অলিভ অয়েল নিয়ে মুখে ম্যাসাজ করুন। এরপর ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। এতে ত্বকের কোমলতা বজায় থাকবে।
কাঁচা দুধও ত্বককে পরিষ্কার রাখে। কাঁচা দুধে কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বক পরিষ্কার করবে এবং জেল্লা ফুটিয়ে তুলবে।
ত্বক পরিষ্কার করতে এক চামচ মধুর সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ভাল করে গুলে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
বেসনের সঙ্গে টক দই ও হলুদ গুঁড়ো মিশিয়ে ত্বকের উপর লাগাতে পারেন। এই মিশ্রণটিও ত্বক থেকে ময়লা, জীবাণু একদম সাফ করে দেবে।
আরও পড়ুন