23 March, 2024
ওটস দিয়েই বানিয়ে নিন ফেসস্ক্রাব
credit: Pinterest
TV9 Bangla
ওজন নিয়ন্ত্রণে ওটসের ব্যবহার নতুন নয়। শরীরের জন্য কতটা উপকারী ওটস তা বলার অপেক্ষা রাখে না।
তবে শুধু শরীরের জন্যই নয়,ত্বকের জন্যও ভীষণই উপকারী ওটস। বিশেষ করে প্রাকৃতিক স্ক্রাব হিসেবে দুর্দান্ত কাজ করে।
ত্বকের মৃতকোষ দূর করতে জুড়ি নেই ওটসের। এ ছাড়া ত্বকে জমে থাকা ময়লা দূর করা যায় ওটস দিয়ে।
ত্বকের যত্নে স্ক্রাব করা জরুরি। আর ওটস দিয়েই সেই কাজ সেরে নিতে পারবেন আপনি। রইল উপায়।
একটি বাটিতে ওটসের গুঁড়ো নিন। তাতে দু'থেকে তিন চামচ টকদই দিন। মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিন।
এ বার এই পেস্টটি মুখে লাগিয়ে নিন। স্ক্রাবের মতো করে ব্যবহার করুন। কিছুক্ষণ রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
এ ছাড়া ব্যবহার করতে পারেন ওটস ও বেসনের স্ক্রাব। একটি পাত্রে ওটস নিন। তাতে বেসন দিন। আর দেবেন কয়েক ফোঁটা মধু।
পুরো মিশ্রণটি ভাল করে গুলে নিন। তারপর আলতো হাতে স্ক্রাব করে নিন। এতে মুখ দারুণ পরিষ্কার হবে।
আরও পড়ুন