বাড়িতে থাকুন কিংবা বাইরে, চুলের যত্ন না নিলেই হারায় জেল্লা। অনেকে মনে করেন কেবল শ্যাম্পু করলেই চুলের যত্ন নেওয়া হয়।
তা কিন্তু নয়। এর জন্যেই প্রয়োজন কন্ডিশনার। এই কন্ডিশনার আসলে চুল ভালো রাখার চাবিকাঠি। তাই যখনই শ্যাম্পু করবেন, তখনই চুলে কন্ডিশনার অবশ্যই ব্যবহার করবেন।
বাজার থেকে কেনা কন্ডিশনারের পাশাপাশি প্রাকৃতিক কন্ডিশনারের জুড়ি মেলা ভার। তাই সময় পেলে বাড়িতেই ব্যবহার করুন।
এই কন্ডিশনার বানাতে বেশ কয়েকটি জিনিস রাখতে হবে হাতের কাছে। ডিম তো লাগবেই, তার সঙ্গে লাগবে অলিভ অয়েল, ভিনিগার, মধু এবং লেবুর রস।
এরপর একটা বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে উপকরণের অন্যান্য জিনিস এক চামচ করে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন।
তারপর এই মিশ্রণ মাথায় লাগিয়ে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। ডিমের গন্ধ এড়াতে এই প্যাক মেখে তারপর শ্যাম্পু করে নিন।
বাটিতে একটি ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এরপর এক চামচ দই তার মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এরপর এই মিশ্রণ মাথায় লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রাখুন।
একটি বাটিতে অ্যালোভেরা জেল এবং এক চামচ লেবুর রস নিয়ে নিন। এরপর ওই মিশ্রণ ভালো করে মিশিয়ে নিয়ে মাথায় ১৫ মিনিট লাগিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। এই প্রাকৃতিক কন্ডিশনারও আপনার চুল তাজা রাখবে।