24 February 2024
কোরিয়ান সিরাম বানান ঘরে বসে
credit: istock
TV9 Bangla
বিশ্বজুড়ে কোরিয়ান রূপচর্চার রমরমা। কে-বিউটি প্রোডাক্টের রিভিউও অন্যান্য প্রসাধনীর থেকে ভাল। তার সঙ্গে দামও বেশি।
কে-বিউটির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় কোরিয়ান সিরাম। সিরাম ব্যবহার করলে ত্বকে প্রাকৃতিক জেল্লা পাওয়া যায়। ত্বক উজ্জ্বল দেখায়।
কোরিয়ান সিরামের দাম বাজারে আকাশছোঁয়া। তাই কম খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন কোরিয়ান ভিটামিন ই সিরাম। মিলবে একই উপকারিতা।
বাড়িতে ভিটামিন ই সিরাম বানাতে ৩-৪টে ভিটামিন ই ক্যাপসুল, ১ চামচ করে জোজোবা অয়েল, রোজহিপ অয়েল, অর্গান অয়েল নিন।
এছাড়া ভিটামিন ই সিরাম বানানোর জন্য প্রয়োজন ৫-৬ ফোঁটা ইলাং ইলাং এসেনশিয়াল অয়েল এবং ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল।
একটি বাটিতে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস বের করে নিন। ভিটামিন ই ক্যাপসুলের তরলের সঙ্গে বাকি তেলগুলো মিশিয়ে দিন।
তেল একে-অপরের সঙ্গে মিশে গেলে কাচের শিশিতে ভরে রাখুন। তৈরি সিরাম। এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সিরাম ত্বকের স্বাস্থ্য ধরে রাখবে।
রাতে ঘুমোতে যাওয়ার আগে এই সিরাম মুখে মাখুন। এছাড়া এই সিরাম মেকআপ বা অন্য প্রসাধনীতে মিশিয়েও ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন